দক্ষিণ ভারতের নদ-নদী

আজ “দক্ষিণ ভারতের নদ-নদী” থেকে 50 টি প্রশ্ন ও উত্তর pdf সহ আলোচনা করা হল –

1) দক্ষিণ ভারতের নদীগুলি প্রধানত কয় প্রকার ও কী কী?
* Answer :-দুই প্রকার, যথা -A)পশ্চিম বাহিনী নদী এবং B)পূর্ব বাহিনী নদী।

2) ভারতের প্রধান প্রধান পশ্চিম বাহিনী নদী গুলির নাম কী?
* Answer :-নর্মদা, তাপ্তি, সবরমতী প্রভৃতি।

3) নর্মদা নদীর উৎপত্তি কোথায় হয়েছে?
* Answer :-মধ্য ভারতের মহাকাল পাহাড়ের অমরকন্টক শৃঙ্গের একটি প্রস্রবণ থেকে।

4) নর্মদা নদীর দৈর্ঘ্য কত?
*Answer :-1312 কিলোমিটার ( নর্মদা দীর্ঘতম পশ্চিমবাহিনী নদী)।

5) নর্মদা নদী কোথায় গিয়ে মিলিত হয়েছে?
* Answer :-মধ্যপ্রদেশের মহাকাল পর্বত থেকে উৎপত্তি লাভ করে গুজরাটের মধ্যে দিয়ে খাম্বাত উপসাগরে পড়েছে।

6) ধুঁয়াধার জলপ্রপাত কোথায় সৃষ্টি হয়েছে?
* Answer :-নর্মদা নদীর গতিপথে মধ্যপ্রদেশের জব্বলপুর জেলার পাঞ্চমারিতে।

7) ধুয়াধার জলপ্রপাত কে অন্য কি নামে ডাকা হয়?
* Answer :- Marble Falls (মার্বেল ফলস্)।

8) নর্মদা নদীর উল্লেখযোগ্য উপনদীর গুলির নাম কী কী?
*Answer :-হিরণ, বর্ণা, কোলার প্রভৃতি।

9) তাপ্তি নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে?
* Answer : -মধ্যপ্রদেশের বেতোয়া জেলার মহাদেব পাহাড়ের মূলতাই প্রস্রবণ থেকে।

10) তাপ্তি নদী কোন উপত্যকা দিয়ে প্রভাবিত হয়েছে?
* Answer :-সাতপুরা ও অজন্তা পাহাড়ের মধ্যবর্তী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে ।

11) তাপ্তি নদী কোথায় গিয়ে মিলিত হয়েছে?
* Answer :-খাম্বাত উপসাগরে।

12) তাপ্তি নদী দৈর্ঘ্য কত?
* Answer :- 724 কিলোমিটার।

13) কোন নদীতে কোন প্রকার ব-দ্বীপ সৃষ্টি হয়নি?
* Answer :-পশ্চিম বাহিনী নদী অর্থাৎ নর্মদা,তাপ্তি  প্রভৃতি নদীতে কোন ব-দ্বীপ সৃষ্টি হয়নি।

14) পশ্চিমবাহিনী নদীতে কেন বদ্বীপ সৃষ্টি হয়নি?
* Answer :-নদীতে পলির পরিমাণ কম এবং নদী প্রচন্ড খর-স্রোতা , তাই এই নদীগুলিতে কোন প্রকার বদ্বীপ সৃষ্টি হয়নি।

15) তাপ্তি নদীর উপনদী গুলির নাম কী কী?
* Answer :- পূর্ণা, গিরণা, বোরি, প্রভৃতি।

16) সবরমতী নদী কোন রাজ্যে প্রভাবিত হয়েছে?
* Answer :-গুজরাটের মধ্যে দিয়ে প্রভাবিত হয়ে খাম্বাত উপসাগরে পড়েছে।

17) মাহী নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে?
* Answer :-মধ্যপ্রদেশের বিন্ধ্য পর্বত থেকে।

18) পূর্ববাহিনী নদীগুলির নাম কী কী?
* Answer :-মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী  প্রভৃতি।

19) মহানদী নদী কোথা থেকে উৎপন্ন লাভ করেছে?
* Answer :-ছত্রিশগড় রাজ্যের রায়পুর জেলার শিওয়া পাহাড় থেকে।

20) মহানদী নদীর দৈর্ঘ্য কত?
* Answer:- 858  কিলোমিটার।

21) মহানদী কোথায় গিয়ে মিলিত হয়েছে অর্থাৎ মোহনা কোথায়?
* Answer :-উড়িষ্যা রাজ্যের ভিতর-কোণিকা বদ্বীপ সৃষ্টি করে বঙ্গোপসাগরে  মিলিত  হয়েছে।

22) ভারতের দ্বিতীয় সুন্দরবন কাকে বলা হয়?
* Answer :-উড়িষ্যা রাজ্যের ভিতর-কোণিকা ন্যাশনাল ফরেস্টকে।

23) মহানদীর প্রধান দুটি উপনদীর নাম কী?
* Answer :-ব্রাহ্মণী ও বৈতরণী।

24) গোদাবরী নদী কোথায় উৎপত্তি লাভ করেছে?
* Answer :-পশ্চিমঘাট পর্বতমালার মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রিম্বক শৃঙ্গ থেকে।

25) গোদাবরী নদীর দৈর্ঘ্য কত?
* Answer :-1465 কিলোমিটার। দক্ষিণ ভারতের বৃহত্তম নদী।

26) দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয়?
* Answer :-গোদাবরী নদীকে।

27) গোদাবরী নদীর দুটি উল্লেখযোগ্য উপনদীর নাম কী কী?
* Answer :-প্রাণহিতা ও ইন্দ্রাবতী।

28) গোদাবরী নদীর দুটি শাখা নদীর নাম কী?
* Answer :-গৌতমী ও বশিষ্ঠ।

29) গোদাবরী নদীর তীরে কয়েকটি বিখ্যাত শহরের নাম কি কি?
* Answer :-নাসিক, ঔরঙ্গাবাদ, ভদ্রাচলম, রাজমুন্ত্রী প্রভৃতি।

30) কৃষ্ণা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে?
* Answer :-পশ্চিমঘাট পর্বতমালার মহাবালেশ্বর থেকে উৎপত্তি লাভ করেছে।

31) কৃষ্ণা নদীর দৈর্ঘ্য কত?
* Answer :- প্রায় 1400 কিলোমিটার।

32) নদীর কয়েকটি উল্লেখযোগ্য উপনদীর নাম কী কী?
* Answer :-ভীমা, তুঙ্গভদ্রা, বেদবতী, মুসি প্রভৃতি।

33) কাবেরী নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে?
* Answer :-পশ্চিমঘাট পর্বতমালার কর্ণাটক রাজ্যের তালাকাবেরী স্থান থেকে।

34) কাবেরী নদী কোথায় গিয়ে মিলিত হয়েছে?
* Answer :-বঙ্গোপসাগরে।

35) কাবেরী নদীর কয়েকটি উল্লেখযোগ্য উপনদীর নাম গুলি কি কি?
* Answer :-হিমাবতী, কবিনা, সুবর্ণবতী প্রভৃতি।

36) শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর দেখা যায়?
* Answer :-কাবেরী নদীতে।

37) ভারতের উচ্চতম জলপ্রপাত এর নাম কী?
* Answer :-কর্নাটকে ভারাহি নদীর কাঞ্চিকুল।

38) কাঞ্চিকুলের উচ্চতা কত?
* Answer :-455 মিটার।

39) ভারতের বৃহত্তম জলপ্রপাতের নাম কী?
* Answer :- যোগ বা গেরসোেপ্পা।

40) যোগ জলপ্রপাত ভারতের কোন নদীতে গড়ে উঠেছে?
* Answer :-কর্নাটকের শরাবাতী নদীতে।

41) যোগ জলপ্রপাতের উচ্চতা কত?
* Answer :-253 মিটার।

42) ভারতের দ্বিতীয় উচ্চতম জলপ্রপাতের নাম কী?
*Answer :-উড়িষ্যা রাজ্যে বুধাবালঙ্গা নদীর উপর বারেহিপানি জলপ্রপাত ।

43)বারেহিপানি জলপ্রপাতের উচ্চতা কত?
* Answer :-399 মিটার ।

44) ভারতের নায়াগ্রা জলপ্রপাত কাকে বলা হয়?
* Answer :-ছত্রিশগড় রাজ্যের চিত্রকূট জলপ্রপাতকে।

45) ভারতের সর্বাধিক চওড়া জলপ্রপাতের নাম কী?
* Answer :-চিত্রকূট জলপ্রপাত।

46) পূর্ব বাহিনী নদীগুলি কোথায় গিয়ে নিতে হয়েছে?
* Answer :-সমস্ত পূর্ব বাহিনী নদী বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে।

47) পূর্ব বাহিনীর নদীতে কি বদ্বীপ সৃষ্টি হয়েছে?
* Answer :-হ্যাঁ, সমস্ত পূর্ব বাহিনী নদীতে বদ্বীপ সৃষ্টি হয়েছে।

48) দক্ষিণ ভারতের পূর্ব-বাহিনী নদী গুলির প্রকৃতি কেমন ?
* Answer :- অনিত্যবহ অর্থাৎ বৃষ্টির জলের দ্বারা পুষ্ট।

49) বিখ্যাত শহর কটক ও সম্বলপুর কোন নদীর তীরে গড়ে উঠেছে?
* Answer :-মহানদী নদীর তীরে।

50) শ্রীরঙ্গপত্তম ও মহীশূর শহর কোন নদীর তীরে গড়ে উঠেছে?
* Answer :-কাবেরী নদী। 

এই পাঠের 50 টি প্রশ্ন ও উত্তরের ভিডিও(VIDEO) নিচে দেওয়া হল –

আজ কয়েকটি বাছাই করে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী সময়ে অন্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে । প্রশ্ন ও উত্তর গুলি কেমন হয়েছে তা কমেন্টে বা  মেল করে জানাবেন। এই প্রকার আরো অনেক প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য ওয়েবসাইটে ভিজিট করুন । Thank you, Visit Again .বেঙ্গল এজুকেশন গাইড .

              সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি  প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয়  ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।

            প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
                      এই  অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি  পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
        সুতরাং , আপনি  সময় নিয়ে এই অধ্যায়ের  ’50 টি প্রশ্ন ও উত্তর’  নিখুঁত  ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।

             pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

FILE DETAILS
Type – Typewriting
Language – Bengali
Pages – 04
Copy type – PDF
File Size – <1 mb
Total Questions and Answers – 50
Download link below –Download Now-দক্ষিণ ভারতের নদ-নদী

  • বেঙ্গল এজুকেশন গাইডের নিজস্ব ইউটিউব চ্যানেল – BENGAL EDUCATION GUIDE

Leave a Comment

error: Content is protected !!