আজ “তথ্যপ্রযুক্তি: কম্পিউটারের সাধারণ ধারণা” থেকে 50 টি প্রশ্ন ও উত্তর pdf সহ আলোচনা করা হল –
1) কম্পিউটার কী?
* Answer :-অত্যাধুনিক জটিল ইলেকট্রনিক যন্ত্র।
2) কম্পিউটারের জনক কাকে বলা হয়?
* Answer :-ইংল্যান্ডের বিখ্যাত বিজ্ঞানী চার্লস ব্যাবেজ কে।
3) বিদ্যুৎ চালিত কম্পিউটার কবে আবিষ্কৃত হয়েছিল?
* Answer :-1942 খ্রিস্টাব্দে।
4) প্রথম প্রজন্মের কম্পিউটারকে কী বলা হতো?
*Answer :- ভ্যাকুয়াম টিউব (1945-1956 খ্রিস্টাব্দে)।
5) বর্তমান প্রজন্মের কম্পিউটার কে কী বলা হয়?
* Answer :-আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স(AI)।
6)RAM এর পুরো নাম কী?
* Answer:- Random Access Memory (রান্ডাম এক্সেস মেমরি)।
7)ROM এর পুরো নাম কী?
* Answer :-Read Only Memory(রিড ওনলি মেমোরি)।
8) কম্পিউটার কিভাবে তৈরি করা হয়?
*Answer :-কম্পিউটার সফটওয়্যার ও হার্ডওয়ার নিয়ে।
9) একটি কম্পিউটারের মূল কয়টি অংশ নিয়ে গঠিত হয়?
* Answer : -তিনটি অংশ নিয়ে একটি কম্পিউটার গঠিত হয়। যেমন- A)ইনপুট ইউনিট ,B)সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এবং C)আউটপুট ইউনিট।
10) কম্পিউটারের ইনপুট ডিভাইস গুলির নাম কী?
* Answer :-কীবোর্ড, মাউস,স্ক্যানার, ক্যামেরা প্রভৃতি।
11) কম্পিউটারের আউটপুট ডিভাইস গুলির নাম কী?
* Answer :- মনিটর,প্রিন্টার,স্পিকার, হেডফোন, প্রজেক্টর প্রভৃতি।
12)CPU কী?
* Answer :-Central Processing Unit (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট।
13) ইন্টারনেট কি?
* Answer :-সারা বিশ্বের কম্পিউটার ও মোবাইলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করার একটি জটিল নিখুত পদ্ধতি ।
14)E-mail পুরো নাম কী?
* Answer :- Electronic Mail(ইলেকট্রনিক মেইল)।
15)WWW পুরো নাম কী?
* Answer :-World Wide Web।
16)WWW কে আবিষ্কার করেন?
* Answer :-টিম বার্নেস-লি।
17) কাকে ইন্টারনেটের জনক বলা হয়?
* Answer :- ভেন্টন জে কার্ফ।
18) E-mail কে আবিষ্কার করেন?
* Answer :-রে টমিনশন(Ray Tomlinson)।
19) কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেন কাকে বলা হয়?
* Answer :-সিপিইউ(CPU)কে।
20) কম্পিউটারের হার্ডওয়ার্ড বলতে কী বোঝো?
* Answer:-যে যন্ত্রাংশর দ্বারা কম্পিউটার তৈরি হয় তাদেরকে একত্রে হার্ডওয়ার বলা হয়।
21) কম্পিউটারের সফটওয়্যার কি?
* Answer :-কম্পিউটারকে সঠিকভাবে চালানোর জন্য যে সিস্টেমের বা পোগ্রামের প্রয়োজন হয় তাকে সফটওয়্যার বলে।
22) বাইট কি?
* Answer :-কম্পিউটারের স্মৃতি বা মেমোরি ধারণ ক্ষমতা।
23) 1 বাইট সমান কত বিট?
* Answer :-8 বিট।
24) এক কিলোবাইট বা কেবি সমান কত বিট?
* Answer :-1024 বিট।
25) এক মেগাবাইট বা এমবি (MB) সমান কত কিলোবাইট (KB)?
* Answer :-1000 কিলোবাইট(KB)।
26) এক গিগাবাইট (GB) সমান কত মেগাবাইট (MB)?
* Answer :-1000 মেগাবাইট।
27)BIOS কী?
* Answer :-Basic Input Output System।
28) বিশ্বের প্রথম বিদ্যুৎ চালিত কম্পিউটারের নাম কী?
* Answer :-ইনিয়াক।
29) ভারতের প্রথম স্বদেশী সুপার কম্পিউটারের নাম কী?
* Answer :-PARAM।
30) কম্পিউটারের কয়েকটি ভাষার নাম কী?
* Answer :-Java,C,C++, COBOL প্রভৃতি।
31) নেটওয়ার্ক কত প্রকার ও কী কী?
* Answer :-নেটওয়ার্ক তিন প্রকার, A)LAN, B)MAN ও C)WAN।
32)LAN কী?
* Answer :- LOCAL AREA NETWORK।
33) ব্রাউজার কি?
* Answer :-ব্রাউজার হল একটি সফটওয়্যার।
34) হার্ডওয়ারের কয়েকটি পার্টস গুলির নাম কী কী?
* Answer :-RAM,ROM,HDD, MOTHER BOARD,CPU প্রভৃতি।
35)HDD কী?
* Answer :-হার্ড ডিস্ক ড্রাইভ (Hard Disk Drive)।
36) SSD কী?
* Answer :-সলিড স্টেট ড্রাইভ(Solid-State Drive), বর্তমান কম্পিউটারে HDD এর পরিবর্তে ব্যবহৃত হচ্ছে।
37) এসএসডি ব্যবহারের সুবিধা কী?
* Answer :-কম্পিউটারের স্পিড অর্থাৎ গতি প্রচন্ড বেড়ে যায়।
38) https এর পুরো নাম কী?
* Answer :-Hyper Text Transfer Protocol Secure।
39) কোন কোম্পানি প্রথম হার্ডডিস্ক তৈরি করেন?
* Answer :- IBM 1956 খ্রিস্টাব্দে।
40) কম্পিউটারের ভাষা কোন দুটি সংখ্যা দিয়ে তৈরি হয়?
* Answer :- 0 ও 1।
41) অপারেটিং সিস্টেমের কাজ কী?
* Answer :-অপারেটিং সিস্টেম কম্পিউটার চালাতে সাহায্য করে।
42) কয়েকটি অপারেটিং সিস্টেমের উদাহরণ দিন?
*Answer :- Linux,macOS,Fedora, iOS, Windows প্রভৃতি।
43) Wi Fi কী?
* Answer :- Wireless Fidelity, একটি ইন্টারনেট সংযোগ পরিষেবা প্রদানকারী যন্ত্র।
44) কম্পিউটারের মাউস কে আবিষ্কার করেন?
* Answer :-কম্পিউটারের মাউস আবিষ্কার করেন ডগলাস এঞ্জেলবার্ড।
45) কে কবে মাইক্রোসফট কোম্পানি তৈরি করেন?
* Answer :-বিল গেটস 1975 খ্রিস্টাব্দে।
46) কাকে কম্পিউটারের প্রথম রূপ ধরা হয়?
* Answer :-ক্যালকুলেটর’কে।
47) ভারতে প্রথম কারা কবে কম্পিউটার তৈরি করেন?
* Answer :-TIFRAC যেটি তৈরি করেন Tata Institute(Mumbai)1969 খ্রিস্টাব্দে।
48) ভারতের প্রথম কম্পিউটার কোনটি?
* Answer :-HEC 2M,1955 খ্রিস্টাব্দে কলকাতায়।
49) COMPUTER এর পুরো নাম কী?
* Answer :-Common Operating Machine Purposely Used for Technological and Educational Research।
50) 1 পর 100 টি শূন্য বসালে সেই সংখ্যাটিকে কি বলা হয়?
* Answer :-গুগুল।
আপনি ভিডিও দেখতে পারেন –
Cont….
আজ কয়েকটি বাছাই করে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী সময়ে অন্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে । প্রশ্ন ও উত্তর গুলি কেমন হয়েছে তা কমেন্টে বা মেল করে জানাবেন। এই প্রকার আরো অনেক প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য ওয়েবসাইটে ভিজিট করুন । Thank you, Visit Again .
সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয় ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।
প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
এই অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
সুতরাং , আপনি সময় নিয়ে এই অধ্যায়ের ’50 টি প্রশ্ন ও উত্তর’ নিখুঁত ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।
pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।
FILE DETAILS
Type – Typewriting
Language – Bengali
Pages – 04
Copy type – PDF
File Size – <1 mb
File Name – তথ্যপ্রযুক্তি: কম্পিউটারের সাধারণ ধারণা
Total Questions and Answers – 50
Download link below –Download Now-তথ্যপ্রযুক্তি কম্পিউটারের সাধারণ ধারণা pdf
- বেঙ্গল এজুকেশন গাইডের নিজস্ব ইউটিউব চ্যানেল – BENGAL EDUCATION GUIDE