জীবন বিজ্ঞান : জীবদেহে হরমনের প্রভাব

আজ “জীবন বিজ্ঞান : জীবদেহে হরমনের প্রভাব” থেকে 50 টি প্রশ্ন ও উত্তর pdf সহ আলোচনা করা হল –

1) হরমোন কী?
* Answer :-হরমোন হলো জীবদেহের রাসায়নিক সমন্বয়কারী বস্তু বা পদার্থ।

2) হরমোন(Hormone) শব্দ কিভাবে উৎপত্তি লাভ করেছে?
* Answer :-গ্রীক শব্দ হরমাও (Hormao)থেকে।

3) “হরমোন” শব্দটির নামকরণ কে কবে করেন?
* Answer :-বেলিস ও স্টারলিং 1905 খ্রিস্টাব্দে।

4) হরমোন কাকে বলে?
*Answer :-যে রাসায়নিক পদার্থটি জীবদেহের কোন স্থান থেকে উৎপত্তি লাভ করে ওই জীবদেহের কোন দূরবর্তী স্থানে বিভিন্ন রকম ক্রিয়া সম্পন্ন করে এবং শেষে ধ্বংসপ্রাপ্ত হয় , তাকে হরমোন বলে।

5) হরমোন ও উৎসেচকের প্রধান পার্থক্য কি?
* Answer :-জীবদেহে কোন কার্য সম্পন্ন করার পর হরমোন নষ্ট হয়ে যায় কিন্তু উৎসেচক নষ্ট হয় না।

6) উদ্ভিদ হরমোনের প্রধানত উৎস কোথায়?
* Answer:-প্রধানত কান্ড ও মূলের অগ্রস্থ ভাজক কলায় এছাড়া ভ্রূণমুকুল, বীজপত্র ,শস্য, ও ফলেও হরমোন উৎপত্তি লাভ করে।

7) উদ্ভিদের প্রধান তিনটি হরমোনের নাম কী?
* Answer : উদ্ভিদের প্রধান তিনটি হরমোন হলো A)অক্সিন, B)জিব্বেরেলিন  এবং C)সাইটোকাইনিন।

8) অক্সিন হরমোনের রাসায়নিক নাম কী?
*Answer :-ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড(IAA)।

9) অক্সিন(Auxin)হরমোন কে কবে আবিষ্কার করেন?
* Answer : -জীববিজ্ঞানী ভেন্ট 1928 খ্রিস্টাব্দে।

10) অক্সিন হরমোন কয় প্রকার ও কী কী?
* Answer :-অক্সিন হরমোন প্রধানত দুই প্রকার- A)প্রাকৃতিক অক্সিন হরমোন ও B)কৃত্রিম অক্সিন হরমোন।

11) একটি প্রাকৃতিক অক্সিন হরমোন এর নাম কী?
* Answer :-ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড(IAA)।

12) একটি কৃত্রিম অক্সিন হরমোনের নাম কী?
* Answer :-ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড(NAA)।

13) অক্সিন হরমোন ব্যবহারের ফলাফল কী?
* Answer :-অক্সিন হরমোন ব্যবহারে বীজবিহীন ফল পাওয়া যায় , যাকে পার্থেনোকর্পি বলে।

14) একটি প্রকল্পিত হরমোনের নাম কী?
* Answer :-ফ্লোরিজেন।

15) একটি গ্যাসীয় হরমোনের নাম কী যা ফল পাকাতে সাহায্য করে?
* Answer :-ইথিলিন।

16) ফটোট্রপিক ও জিওট্রপিক চলনে কোন হরমোন সাহায্য করে?
* Answer :-অক্সিন হরমোন ।

17) উদ্ভিদ দেহে পাওয়া যায় আরেকটি উল্লেখযোগ্য হরমোনের নাম কী?
* Answer :-জিব্বেরেলিন।

18) জিব্বেরেলিনের রাসায়নিক নাম কী?
* Answer :-জিব্বেরেলিক অ্যাসিড(GA)।

19) জিব্বেরেলিন হরমোন কোথায় পাওয়া যায়?
* Answer :-পাকা ফলের বীজে, অঙ্কুরিত চারা গাছে, বীজপত্র ও মুকুলে।

20) কাকে নাইট্রোজেনবিহীন হরমোন বলা হয়?
* Answer:-জিব্বেরেলিনকে।

21) একটি কৃত্রিম জিব্বেরেলিন  হরমোনের নাম কী?
* Answer :-ইউনিকোনাজল।

22) একটি নাইট্রোজেনযুক্ত উদ্ভিদ হরমোনের নাম কী?
* Answer :-সাইটোকাইনিন।

23) একটি প্রাকৃতিক সাইটোকাইনিন হরমোনের নাম কী?
* Answer :-জিয়াটিন।

24) একটি কৃত্রিম সাইটোকাইনিন হরমোনের নাম কী?
* Answer :-কাইনেটিক।

25) সাইটোকাইনিনের প্রধান কাজ কি?
* Answer :-উদ্ভিদ কোষের বিভাজনে সাহায্য করা।

26) প্রাণী হরমোন প্রধানত কোথা থেকে নিঃসৃত হয়?
* Answer :-অন্ত:ক্ষরা গ্রন্থি থেকে।

27) প্রাণী হরমোন কার দ্বারা প্রবাহিত হয়ে কর্মস্থলে পৌঁছায়?
* Answer :-রক্তের দ্বারা।

28) কাকে “সুপ্রিম কমান্ডার” গ্রন্থি বলা হয়?
* Answer :-হাইপোথ্যালামাসকে।

29) হাইপোথ্যালামাস থেকে কোন কোন হরমোন নিঃসৃত হয়?
* Answer :-ARH,TRH,GIH,PRH প্রভৃতি।

30) কাকে “মাস্টার গ্লান্ড” বলা হয়?
* Answer :-পিটুইটারিকে।

31) পিটুইটারি থেকে কোন কোন হরমোন নিঃসৃত হয়?
* Answer :-ACTH(অ্যাড্রিনো কর্টিকো ট্রাফিক হরমোন),GH (গ্রোথ হরমোন),TSH(থাইরয়েড স্টিমুলেটিং হরমোন),GTH(গোনাডো ট্রপিক হরমোন) প্রভৃতি।

32) কোন হরমোনের প্রভাবে মানবদেহে বৃদ্ধি ব্যাহত হয়?
* Answer :- GH (গ্রোথ হরমোন)।

33) মাতৃদুগ্ধ ক্ষরণে কোন হরমোন সহায়তা করে?
* Answer :-LTH (লিউটো ট্রাফিক হরমোন)।

34) পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত?
* Answer :-মস্তিষ্কে।

35) মানবদেহে বিপাকীয় কাজে কোন হরমোন সাহায্য করে?
* Answer :-থাইরক্সিন হরমোন।

36) কার্বোহাইড্রেট,প্রোটিন ও ফ্যাট বিপাকে কোন হরমোন সাহায্য করে?
* Answer :-ইনসুলিন।

37) কাকে অ্যান্টি-ডায়াবেটিস হরমোন বলে?
* Answer :-ইনসুলিনকে।

38) জরুরীকালীন হরমোন বা সংকটকালীন বা আপাতকালীন হরমোন কাকে বলে?
* Answer :-অ্যাড্রিনালিন হরমোনকে।

39) অ্যাড্রিনালিন হরমোনকে আপাতকালীন বা সংকটকালীন হরমোন বলা হয় কেন?
* Answer :-রাগ,দুঃখ, ভয় ,আনন্দ প্রভৃতি উত্তেজনা প্রশমনে সাহায্য করে।

40) সুপ্রারেনাল গ্রন্থি কাকে বলা হয়?
* Answer :- আড্রোনাল গ্রন্থিকে।

41)BMR কী?
* Answer :- Basal Metabolic Rate (বেসাল মেটাবলিক রেট)।

42) শুক্রাশয় থেকে কোন হরমোন নিঃসৃত হয়?
*Answer :- টেস্টোস্টেরন।

43) টেস্টোস্টেরনের কাজ কী?
* Answer :-পুরুষদেহের  যৌনাঙ্গ বিকাশের সাহায্য করা।

44) ডিম্বাশয় থেকে কোন হরমোন নিঃসৃত হয়?
* Answer :- ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন।

45) ইস্ট্রোজেন এর প্রধান কাজ কি?
* Answer :-ডিম্বথলির বিকাশ ও ঋতুচক্র নিয়ন্ত্রণ।

46) গলগন্ড রোগে কোন হরমোন প্রভাব বিস্তার করে?
* Answer :-থাইরক্সিন।

47) অন্ত:ক্ষরা গ্রন্থি কি?
* Answer :-জীবদেহের যে সমস্ত গ্রন্থিতে কোন নালি থাকে না, তাতে অন্ত:ক্ষরা গ্রন্থি বলে।

48) অন্ত:ক্ষরা গ্রন্থির উদাহরণ দাও?
* Answer :-পিটুইটারি,থাইরয়েড,অ্যাড্রেনাল প্রভৃতি।

49)বহিঃক্ষরা  গ্রন্থি কাকে বলে?
* Answer :-জীব দেহের যে সমস্ত গ্রন্থির নালি থাকে, তাদেরকে বহি:ক্ষরা গ্রন্থি বলে।

50) বহিঃক্ষরা গ্রন্থি কোনগুলি?
* Answer :-লালারস, অগ্নাশয়রস, আন্ত্রিকরস, প্রভৃতি। 

এই পাঠের 50 টি প্রশ্ন ও উত্তরের ভিডিও(VIDEO) নিচে দেওয়া হল –

আজ কয়েকটি বাছাই করে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী সময়ে অন্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে । প্রশ্ন ও উত্তর গুলি কেমন হয়েছে তা কমেন্টে বা  মেল করে জানাবেন। এই প্রকার আরো অনেক প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য ওয়েবসাইটে ভিজিট করুন । Thank you, Visit Again .বেঙ্গল এজুকেশন গাইড .

              সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি  প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয়  ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।

            প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
                      এই  অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি  পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
        সুতরাং , আপনি  সময় নিয়ে এই অধ্যায়ের  ’50 টি প্রশ্ন ও উত্তর’  নিখুঁত  ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।

             pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

FILE DETAILS
Type – Typewriting
Language – Bengali
Pages – 04
Copy type – PDF
File Size – <1 mb
Total Questions and Answers – 50
Download link below –Download Now-জীবন বিজ্ঞান জীবদেহে হরমনের প্রভাব pdf

বেঙ্গল এজুকেশন গাইডের নিজস্ব ইউটিউব চ্যানেল – YOUTUBE

 

Leave a Comment

error: Content is protected !!