জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জের বিবরণ

আজ “জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জের বিবরণ” থেকে 50 টি প্রশ্ন ও উত্তর pdf সহ আলোচনা করা হল –

1) জাতিসংঘ বা লীগ অফ নেশন (League of Nation) কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
* Answer :-28 শে এপ্রিল 1919 খ্রিস্টাব্দে।

2) জাতিসংঘ  স্থাপনে কে প্রধান ভূমিকা পালন করেছিলেন?
* Answer :-মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন।

3) জাতিসংঘের সদর দপ্তর কোথায় ছিল?
* Answer :-সুইজারল্যান্ডে জেনেভা শহরে।

4) কে কবে কোথায় জাতিসংঘের খসড়া সংবিধান রচনা করেন?
*Answer :-উড্রো উইলসন ফেব্রুয়ারি মাসে 1919 খ্রিস্টাব্দে ফ্রান্সের প্যারিসে।

5) কবে কোথায় জাতিসংঘের প্রথম অধিবেশন বসে?
* Answer :-10 ই জানুয়ারি, 1920 খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডের জেনেভা শহরে।

6) জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
* Answer :-স্যার এরিক ড্রামন্ড।

7) জাতিসংঘের মূল কয়টি বিভাগ ছিল?
* Answer :-পাঁচটি ।

8) জাতিসংঘের পাঁচটি বিভাগের নাম গুলি কী কী?
*Answer :- A)সাধারণ সভা, B)লীগ পরিষদ, C)সচিবালয়, D)আন্তর্জাতিক বিচারালয় এবং E)আন্তর্জাতিক শ্রমিক সংস্থা।

9) জাতিসংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল?
* Answer : -ইউরোপ সহ বিশ্বে শান্তি প্রতিষ্ঠানের জন্য।

10) ILO কী?
* Answer :-ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (International Labour Organization), সদর দপ্তর সুইজারল্যান্ড জেনেভা শহরে অবস্থিত।

11) জাতিসংঘের প্রথম অধিবেশনে মোট কয়টি দেশ সদস্য ছিলেন?
* Answer :- 40 টি দেশ।

12) কোথায় কবে আন্তর্জাতিক বিচারালয় প্রতিষ্ঠিত হয়?
* Answer :-1920 খ্রিস্টাব্দে নেদারল্যান্ডের হেগ শহরে।

13) জেনেভা প্রোটোকল কি?
* Answer :-শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক বিরোধের মীমাংসা।

14) জাতিসংঘের বিলুপ্তি কবে ধরা হয়?
* Answer :-1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে জাতিসংঘের বিলুপ্তি হয়, তবে আনুষ্ঠানিক ভাবে 1946 খ্রিস্টাব্দে বিলুপ্তি  ঘোষণা করা হয়।

15) জাতিসংঘের শেষ মহাসচিব কে ছিলেন?
* Answer :-আয়ারল্যান্ডের শাঁ লেস্টার।

16) আটলান্টিক সনদ কবে কাদের মধ্যে হয়েছিল?
* Answer :-14 ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল ও মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট মধ্যে।

17) কবে কোথায় সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ (United Nation Organisation) গঠনের উদ্দেশ্যে সনদে স্বাক্ষর শুরু হয়?
* Answer :-26 শে জুন 1945 খ্রিস্টাব্দে আমেরিকার সানফ্রান্সিসকো শহরে 51 টি দেশ।

18)সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
* Answer :-24 শে অক্টোবর 1945 খ্রিস্টাব্দে।

19) “ইউনাইটেড নেশন অরগানাইজেশন” নামকরণ কে করেছিলেন?
* Answer :-আমেরিকার রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন রুজভেল্ট ।

20) সম্মিলিত জাতিপুঞ্জ বা UNO কবে প্রতিষ্ঠা দিবস পালন করে?
* Answer:-24 শে অক্টোবর।

21) সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন?
* Answer :- নরওয়ের ট্রিগভি লি (1946-1952)।

22) সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায়?
* Answer :-মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে।

23) সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম অধিবেশন কবে হয়েছিল?
* Answer :-10 ই জানুয়ারি 1946 খ্রিস্টাব্দে।

24) বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য দেশ কয়টি?
* Answer :-193 টি।

25) সম্মিলিত জাতিপুঞ্জ কোন উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল?
* Answer :-বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য।

26) সম্মিলিত জাতিপুঞ্জ স্বীকৃত ভাষার সংখ্যা কয়টি?
* Answer :-6 টি।

27) সম্মিলিত জাতিপুঞ্জের স্বীকৃত ভাষাগুলির নাম কী কী?
* Answer :-ইংরেজি, স্প্যানিশ, রাশিয়ান, ফরাসি, চিনা ও আরবি।

28) সম্মিলিত জাতিপুঞ্জের কাজের ভাষা কী কী?
* Answer :-ইংরেজি ও ফরাসি।

29) সম্মিলিত জাতিপুঞ্জের মূল অঙ্গ বা বিভাগ কয়টি?
* Answer :- 6 টি।

30) সম্মতি জাতিপুঞ্জের মূল অঙ্গের নাম গুলি কী কী?
* Answer :- A) সাধারণ সভা, B) নিরাপত্তা পরিষদ, C)অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, D)সচিবালয় ,E)আন্তর্জাতিক বিচারালয় এবং F) অছি পরিষদ।

31) ভারত কবে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হয়?
* Answer :-30 শে অক্টোবর 1945 খ্রিস্টাব্দে।

32) জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে অস্থায়ী দেশ বা সদস্য কয়টি?
* Answer :-10 টি।

33) সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য কয়টি?
* Answer :- 5 টি।

34) সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী দেশগুলির নাম কী কী?
* Answer :-A)আমেরিকা, B)রাশিয়া, C)গ্রেট ব্রিটেন,  D)ফ্রান্স এবং E) চিন।

35) “ভেটো” কী?
* Answer :- না অর্থাৎ নাকচ করা।

36)সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কয়টি অধ্যায় আছে?
* Answer :-19 টি।

37) সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কয়টি ধারা আছে?
* Answer :-111 টি।

38) সম্মিলিত জাতিপুঞ্জের জনক কাকে বলা হয়?
* Answer :-মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট কে।

39) আন্তর্জাতিক বিচারালয় বিচারপতির সংখ্যা কত জন?
* Answer :-15 জন।

40) সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব এর নাম কি?
* Answer :-ডেনিস ফ্রান্সিস (5 সেপ্টেম্বর 2023 থেকে)।

41) ডেনিস ফ্রান্সিসের জন্মস্থান কোথায়?
* Answer :-ত্রিনিদাদ ও টোবাগো।

42) রাষ্ট্রসঙ্ঘের উল্লেখযোগ্য কয়েকটি সংস্থাগুলির নাম লেখ?
*Answer :-UNICEF (ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিল্ড্রেন্স এমার্জেন্সি ফান্ড), UNDP (ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম), UNEP (ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম), FAO (ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন), ILO (ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন), IMF (ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড), WHO (ওয়াল্ড হেলথ অর্গানাইজেশন) প্রভৃতি ।

43)WTO এর পুরো নাম কী?
* Answer :- ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন (World Trade Organisation)।

44) WTO কবে স্থাপিত হয় এবং এর সদর দপ্তর কোথায়?
* Answer :-1 লা জানুয়ারি 1995 থেকে শুরু হয়, যার হেড অফিস সুইজারল্যান্ড এর জেনেভা শহরে।

45) WHO এর সদর দপ্তর কোথায়?
* Answer :-সুইজারল্যান্ডে জেনেভা শহরে।

46) WHO কবে স্থাপিত হয়?
* Answer :-7 ই এপ্রিল 1948 খ্রিস্টাব্দে।

47) UNESCO ( ইউনেস্কো) এর সদর দপ্তর কোথায়?
* Answer :-ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে।

48) FAO (ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন) এর সদর দপ্তর কোথায়?
* Answer :-ইতালির রোম শহরে।

49) UNDP (ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম) এর সদর দপ্তর কোথায়?
* Answer :-কেনিয়ার নাইবেরি শহরে।

50) WORLD BANK এর সদর দপ্তর কোথায়?
* Answer :-আমেরিকা যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন শহরে। 

এই পাঠের 50 টি প্রশ্ন ও উত্তরের ভিডিও(VIDEO) নিচে দেওয়া হল –

আজ কয়েকটি বাছাই করে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী সময়ে অন্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে । প্রশ্ন ও উত্তর গুলি কেমন হয়েছে তা কমেন্টে বা  মেল করে জানাবেন। এই প্রকার আরো অনেক প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য ওয়েবসাইটে ভিজিট করুন । Thank you, Visit Again .বেঙ্গল এজুকেশন গাইড .

              সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি  প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয়  ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।

            প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
                      এই  অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি  পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
        সুতরাং , আপনি  সময় নিয়ে এই অধ্যায়ের  ’50 টি প্রশ্ন ও উত্তর’  নিখুঁত  ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।

             pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

FILE DETAILS
Type – Typewriting
Language – Bengali
Pages – 04
Copy type – PDF
File Size – <1 mb
Total Questions and Answers – 50
Download link below –

Download Now-জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জের বিবরণ pdf

 

 * বেঙ্গল এজুকেশন গাইডের নিজস্ব ইউটিউব চ্যানেল – BENGAL EDUCATION GUIDE

Leave a Comment

error: Content is protected !!