আজ “গুরুত্বপূর্ণ দিবস ও তার ইতিহাস” থেকে 50 টি প্রশ্ন ও উত্তর pdf সহ আলোচনা করা হল –
জানুয়ারি মাসের গুরুত্বপূর্ণ দিবস
1) “বিশ্ব পরিবার দিবস(GLOBAL FAMILY DAY)” কবে পালন করা হয়?
* Answer :-1 লা জানুয়ারি।
2)বিশ্ব পরিবার দিবস কেন পালন করা হয়?
* Answer :- ইংরেজি বছরের প্রথম দিনে আমাদের পৃথিবীতে সুস্থ ও সুন্দরভাবে থাকার জন্য বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়।
3)”বিশ্ব হাস্য দিবস (WORLD LAUGHTER DAY)” কবে পালন করা হয়?
* Answer :-10 ই জানুয়ারি।
4) বিশ্ব হাস্য দিবস কেন পালন করা হয়?
* Answer :- হাসির মাধ্যমে রোগ দূর করে সুস্থ ভাবে বাঁচার জন্য।
5) কে বিশ্ব হাস্য দিবস পালনের জন্য বলেছিলেন?
* Answer : – ডক্টর মদন কাটিরিয়া 1998 সালে।
6) “জাতীয় যুব দিবস (NATIONAL YOUTH DAY)” কবে পালন করা হয়?
* Answer :-12 ই জানুয়ারি।
7) জাতীয় যুব দিবস কার জন্মদিন উপলক্ষে পালন করা হয়?
* Answer :- স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে।
8) “জাতীয় সেনা দিবস (NATIONAL ARMY DAY)” কবে পালন করা হয়?
*Answer :-15 ই জানুয়ারি।
9) জাতীয় সেনা দিবস কেন পালন করা হয়?
* Answer :- ভারতীয় সেনার বীরত্ব ও ঐতিহ্য স্মরণ করার জন্য।
10) দেশপ্রেম দিবস কবে পালন করা হয়?
* Answer :- 23 শে জানুয়ারি।
11) দেশপ্রেম দিবস কার জন্মদিনে পালন করা হয়?
* Answer :- নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে।
12) “জাতীয় বালিকা শিশু দিবস (NATIONAL GIRL CHILD DAY)” কবে পালন করা হয়?
* Answer :-24 শে জানুয়ারি।
13)জাতীয় বালিকা শিশু দিবস কেন পালন করা হয়?
* Answer :- বালিকা শিশুদের সুরক্ষা ও সমাজ সচেতন করার জন্য।
14)কবে থেকে ভারতে জাতীয় শিশু মহিলা দিবস পালন করা হয়?
* Answer :- 24 শে জানুয়ারি 2008 সাল থেকে।
15) “জাতীয় পর্যটন দিবস (NATIONAL TOURISM DAY)” কবে পালন করা হয়?
* Answer :-25 শে জানুয়ারি ।
16) জাতীয় পর্যটন দিবস কেন পালন করা হয়?
* Answer :- ভারতের প্রাকৃতিক সৌন্দর্য বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য।
17) কবে থেকে জাতীয় পর্যটন দিবস পালন করা হচ্ছে?
* Answer :- 25 শে জানুয়ারি 1998 সাল থেকে।
18) “জাতীয় নির্বাচক দিবস (NATIONAL VOTER DAY)” কবে পালন করা হয়?
* Answer :-25 শে জানুয়ারি।
19) জাতীয় নির্বাচক দিবস কেন পালন করা হয়?
* Answer :- নব যুব-নাগরিকদের স্বীকৃতি প্রদান ও রাজনৈতিক ক্রিয়াকলাপ সম্পর্কে অভিহিত করা।
20) কে জাতীয় নির্বাচক দিবস পালন শুরু করেছিলেন?
* Answer :-ভারতীয় নির্বাচন কমিশন (ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ) ।
21)কবে থেকে জাতীয় নির্বাচক দিবস পালন করা শুরু হয় ?
* Answer :- 25 শে জানুয়ারি 2011 সাল থেকে।
22) “প্রজাতন্ত্র দিবস (REPUBLIC DAY)” কবে পালন করা হয়?
*Answer :-26 শে জানুয়ারি।
23) প্রজাতন্ত্র দিবস 26 শে জানুয়ারি কেন পালন করা হয়?
* Answer :-26 শে জানুয়ারি 1930 খ্রিস্টাব্দে প্রথম লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি উপলক্ষে কংগ্রেস এই দিনটি কে পালন করেছিলেন।
24)স্বাধীন ভারতে কবে থেকে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়?
* Answer :- 26 শে জানুয়ারি 1950 খ্রিষ্টাব্দ থেকে।
25) জাতীয় পরিসংখ্যান দিবস(NATIONAL STATISTICS DAY) কবে পালন করা হয়?
* Answer :-29 শে জানুয়ারি।
26) কার জন্মদিনে জাতীয় পরিসংখ্যান দিবস হিসেবে পালন করা হয়?
*Answer :- পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহলানবিশের জন্মদিনে।
27) “বিশ্ব কুষ্ঠ ব্যাধি দিবস (WORLD LEPROSY DAY)” কবে পালন করা হয়?
* Answer : -30 শে জানুয়ারি।
28) কেন বিশ্ব কুষ্ঠ ব্যাধি দিবস পালন করা হয়?
* Answer :- কুষ্ঠ রোগ নিরাময় সম্ভব এবং পরবর্তী সময়ে সুস্থ ভাবে জীবন যাপন করা যায় তা প্রচারের উদ্দেশ্যে।
29) কবে থেকে বিশ্ব কুষ্ঠ ব্যাধি দিবস পালন করা হয়?
* Answer :-1954 খ্রিস্টাব্দ থেকে।
ফেব্রুয়ারি মাসের গুরুত্বপূর্ণ দিবস
30) “জাতীয় উপকূল রক্ষা বাহিনী দিবস ( NATIONAL COASTAL GUARD DAY)” কবে পালন করা হয়?
* Answer :-1 লা ফেব্রুয়ারি।
31) কেন জাতীয় উপকূল রক্ষা বাহিনী দিবস পালন করা হয়?
* Answer :-উপকূল রক্ষায় নিযুক্ত বাহিনীদের দায়িত্ব ,কর্তব্য ও সম্মান প্রদর্শনের জন্য।
32) বিশ্ব ক্যান্সার দিবস (WORLD CANCER DAY) কবে পালন করা হয়?
* Answer :-4 ঠা ফেব্রুয়ারি।
33) কে বিশ্ব ক্যান্সার দিবস পালনের জন্য ঘোষণা করেছেন?
* Answer :- UNO , ফ্রান্সের রাজধানী প্যারিস অধিবেশন।
34) কবে থেকে বিশ্ব ক্যান্সার দিবস পালন শুরু হয়?
* Answer :-2000 সাল থেকে।
35) বিশ্ব খাদ্য দিবস (WORLD FOOD DAY) কবে পালন করা হয়?
* Answer :- 6 ই ফেব্রুয়ারি।
36) বিশ্ব খাদ্য দিবস কেন পালন করা হয়?
* Answer :- বিশ্ববাসীর খাদ্যের সচেতনতা ও সুরক্ষার জন্য।
37)বিশ্ব রেডিও দিবস (WORLD RADIO DAY) কবে পালন করা হয়?
* Answer :- 13 ই ফেব্রুয়ারি।
38)কবে থেকে বিশ্ব রেডিও দিবস পালন শুরু হয়?
* Answer :- 2012 সাল থেকে।
39)ভ্যালেন্টাইন ডে (VALENTINE DAY) কবে পালন করা হয়?
* Answer :-14 ই ফেব্রুয়ারি।
40)কার জন্মদিনে ভ্যালেন্টাইন ডে পালন করা হয়?
* Answer :- খ্রিস্টান ধর্মের সন্ত ভ্যালেন্টাইনের জন্মদিন।
41) বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস ( WORLD SOCIAL JUSTICE DAY) কবে পালন করা হয়?
* Answer :- 20 শে ফেব্রুয়ারি।
42) কে বিশ্ব সামাজিক ন্যায় দিবস পালন শুরু করেন?
* Answer :- জাতিসংঘের সাধারণ পরিষদ।
43) কবে থেকে বিশ্ব সামাজিক ন্যায় দিবস পালন শুরু হয়?
* Answer :- 2009 সাল থেকে।
44) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (INTERNATIONAL MOTHER LANGUAGE DAY) কবে পালন করা হয়?
* Answer :-21 শে ফেব্রুয়ারি।
45) কেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়?
* Answer :-1952 খ্রিস্টাব্দে তৎকালীন পাকিস্তান অধুনা বাংলাদেশের মাতৃভাষা নিয়ে আন্দোলনের জন্য।
46) কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের জন্য আহ্বান জানিয়েছিলেন?
* Answer :-ইউনেস্কো (UNESCO)।
47) কবে থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়?
* Answer :-1999 সালে ঘোষণা এবং 2000 সালে প্রথম পালন শুরু হয়।
48) জাতীয় বিজ্ঞান দিবস (NATIONAL SCIENCE DAY) কবে পালন করা হয়?
* Answer :-28 শে ফেব্রুয়ারি।
49) কার জন্মদিন উপলক্ষে জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়?
* Answer :-পদার্থবিদ্যায় নোবেল জয়ী ভি সি রমনের জন্মদিনে।
50) কবে থেকে জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়ে আসছে?
* Answer :-1987 সাল থেকে।
এই পাঠের 50 টি প্রশ্ন ও উত্তরের ভিডিও(VIDEO) নিচে দেওয়া হল –
আজ কয়েকটি বাছাই করে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী সময়ে অন্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে । প্রশ্ন ও উত্তর গুলি কেমন হয়েছে তা কমেন্টে বা মেল করে জানাবেন। এই প্রকার আরো অনেক প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য ওয়েবসাইটে ভিজিট করুন । Thank you, Visit Again .বেঙ্গল এজুকেশন গাইড .
সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয় ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।
প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
এই অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
সুতরাং , আপনি সময় নিয়ে এই অধ্যায়ের ’50 টি প্রশ্ন ও উত্তর’ নিখুঁত ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।
pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।
FILE DETAILS
Type – Typewriting
Language – Bengali
Pages – 04
Copy type – PDF
File Size – <1 mb
Total Questions and Answers – 50
Download link below –Download Now-গুরুত্বপূর্ণ দিবস ও তার ইতিহাস pdf
- বেঙ্গল এজুকেশন গাইডের নিজস্ব ইউটিউব চ্যানেল – BENGAL EDUCATION GUIDE