গুরুত্বপূর্ণ দিবস এবং তার ইতিহাস:মার্চ ও এপ্রিল

আজ “গুরুত্বপূর্ণ দিবস এবং তার ইতিহাস” থেকে 50 টি প্রশ্ন ও উত্তর pdf সহ আলোচনা করা হল –

1) জাতীয় প্রতিরক্ষা দিবস কবে পালন করা হয়?
* Answer :- 3রা মার্চ।

2) জাতীয় প্রতিরক্ষা দিবস কেন পালন করা হয়?
* Answer :-সশস্ত্র বাহিনীর আমাদের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা করছেন – তাদের কর্তব্য ও আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শনের জন্য।

3) বিশ্ব বন্যপ্রাণী দিবস (World Wildlife Day) কবে পালন করা হয়?
* Answer :- 3রা মার্চ।

4) কে কবে থেকে 3রা মার্চকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে পালন করার জন্য ঘোষণা করেন?
*Answer :-2013 সালে জাতিসংঘ।

5) বিশ্ব গণিত দিবস (World  Mathematics Day) কবে পালন করা হয়?
* Answer :-মার্চ মাসের প্রথম বুধবার।

6) বিশ্ব গণিত দিবস কেন পালন করা হয়?
* Answer :-গণিত নিয়ে চর্চা, আলোচনা ও বিভিন্ন ধরনের নতুনত্ব পদ্ধতি আবিষ্কারের জন্য।

7) আন্তর্জাতিক মহিলা দিবস (International Women’s Day) কবে পালন করা হয়?
* Answer :-8 ই মার্চ।

8) আন্তর্জাতিক মহিলা দিবস কবে কে পালন শুরু করেন?
*Answer :-1977 খ্রিস্টাব্দে জাতিসংঘ শুরু করেন।

9) কেন আন্তর্জাতিক মহিলা দিবস পালন করা হয়?
* Answer : -1913 খ্রিস্টাব্দে রাশিয়ায় মহিলারা শান্তি আন্দোলন করেছিল সেই স্মরণের উপলক্ষে।

10) বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস (World Consumer Right Day) কবে পালন করা হয়?
* Answer :-15 ই মার্চ।

11) কবে থেকে বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস পালন করা হয়?
* Answer :-1983 সালের 15 ই মার্চ থেকে।

12) বিশ্ব অরণ্য দিবস (World Forestry Day) পালন করা হয়?
* Answer :- 21 শে মার্চ।

13) কেন বিশ্ব অরণ্য দিবস পালন করা হয়?
* Answer :-বিশ্ববাসীকে অরণ্য সম্পর্কে সচেতনতা করা এবং অরণ্যের গুরুত্ব বোঝানো।

14) কবে থেকে বিশ্ব অরণ্য দিবস পালিত হচ্ছে?
* Answer :-1971 সালে পরিবেশ বিষয়ক বিভিন্ন সম্মেলন হলেও 2012 সালে 21 শে মার্চ কে জাতিসংঘের FAO ঘোষণা করেন।

15) বিশ্ব কবিতা দিবস (World Poetry Day ) কবে পালন করা হয়?
* Answer :-21 শে মার্চ।

16) কে কবে বিশ্ব কবিতা দিবস পালন শুরু করেন?
* Answer :-1999 খ্রিস্টাব্দে UNESCO।

17) বিশ্ব জল দিবস কবে পালন করা হয়?
* Answer :-22 শে মার্চ।

18) কেন বিশ্ব জল দিবস পালন করা হয়?
* Answer :-বিশ্ববাসীকে জলের প্রয়োজনীয়তা বুঝাতে এবং “জল আমাদের জীবন” তার সংরক্ষণ করতে।

19) কবে থেকে বিশ্ব জল দিবস পালন করা হচ্ছে?
* Answer :-1993  খ্রিস্টাব্দে UN দ্বারা।

20) কেন 22শে মার্চকে বিশ্ব জল দিবস হিসেবে পালন করা হয়?
* Answer:-1992 খ্রিস্টাব্দের ব্রাজিলের বসুন্ধরা সম্মেলন অনুযায়ী।

21) বিশ্ব আবহাওয়া দিবস (World Metrological Day) কবে পালন করা হয়?
* Answer :-23 শে মার্চ ।

22) কোন সংস্থা কবে থেকে বিশ্ব আবহাওয়া দিবস পালন করছেন?
* Answer :-WMO (World Meteorological Organization) 23 শে মার্চ 1950 খ্রিস্টাব্দে থেকে।

23) বিশ্ব যক্ষা দিবস (World Tuberculosis Day)কবে পালন করা হয়?
* Answer :-24 শে মার্চ।

24) কবে থেকে বিশ্ব যক্ষা দিবস পালন করা হয়?
* Answer :-জাতিসংঘের WHO দ্বারা 1995 খ্রিস্টাব্দে থেকে।

25) কেন বিশ্ব যক্ষা দিবস পালন করা হয়?
* Answer :-যক্ষা রোগ মারণ রোগ নয়, সঠিক চিকিৎসার দ্বারা যক্ষা অসুখ থেকে মুক্তি  লাভ পাওয়া যায় – এই জনসচেতনতা বৃদ্ধি করা।

26) কবে আন্তর্জাতিক নাট্য দিবস (International Drama Day) পালন করা হয়?
* Answer :-27 শে মার্চ।

27) তারা কবে আন্তর্জাতিক নাট্য দিবস পালন শুরু করেন?
* Answer :-1662 খ্রিস্টাব্দে  ITI (International Theatre Community) দ্বারা ।

28) বিশ্ব স্বাস্থ্য দিবস (World Health Day) কবে পালন করা হয়?
* Answer :-7 ই এপ্রিল।

29) কে কবে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন শুরু করেন?
* Answer :- জাতিসংঘের WHO, 1950 খ্রিস্টাব্দে ।

30) কেন বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়?
* Answer :-বিশ্ববাসীকে বিভিন্ন অসুখ থেকে বাঁচানো এবং স্বাস্থ্য বিষয়ে সচেতন করা ।

31) জালিয়ানওয়ালাবাগ দিবস কবে পালন করা হয়?
* Answer :-13 ই এপ্রিল।

32)জালিয়ানওয়ালাবাগ দিবস কেন পালন করা হয়?
* Answer :-1919 খ্রিস্টাব্দে পাঞ্জাবের অমৃতসর শহরের জালিয়ানওয়ালাবাগে ব্রিটিশ গুলিতে নিহতদের শ্রদ্ধা জানাতে।

33) আম্বেদকর জন্মজয়ন্তী কবে পালন করা হয়?
* Answer :-14 ই এপ্রিল।

34) আম্বেদকর জন্মজয়ন্তী কেন পালন করা হয়?
* Answer :-ভারতীয় সংবিধানের জনক আম্বেদকরের জন্মদিন উপলক্ষে।

35) বিশ্ব হিমোফিলিয়া দিবস (World Hemophilia Day) কবে পালন করা হয়?
* Answer :-17 ই এপ্রিল।

36) কারা কবে প্রথম বিশ্ব হিমোফিলিয়া দিবস পালন শুরু করেন?
* Answer :-1989 খ্রিস্টাব্দে WFH (World Federation of Haemophilia) দ্বারা।

37) কেন বিশ্ব হিমোফিলিয়া দিবস পালন করা হয়?
* Answer :-বিশ্বব্যাপী হিমোফিলিয়া (উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত রক্তপাত জনিত ব্যাধি) রোগের প্রভাব সম্বন্ধে জনগণকে সচেতন করা।

38) বিশ্ব ঐতিহ্য দিবস (World Heritage Day) কবে পালন করা হয়?
* Answer :-18 ই এপ্রিল।

39) কেন বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা হয়?
* Answer :-অতীত থেকে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সাংস্কৃতিক ও প্রাকৃতিক সম্পদ রক্ষা ও সংরক্ষণের জন্য।

40) কবে থেকে বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা হয়?
* Answer :-1982 খ্রিষ্টাব্দ থেকে ICOMOS (The International Council on Monuments and Sites) দ্বারা।

41) বিশ্ব মৃত্তিকা দিবস (World Earth Day) কবে পালন করা হয়?
* Answer :-22 শে এপ্রিল।

42) কেন বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হয়?
*Answer :-1970 খ্রিস্টাব্দে 22 শে এপ্রিল পরিবেশ রক্ষার জন্য প্রথম সম্মেলন শুরু হয়েছিল,সেই উপলক্ষে এই দিনটি পালন করা হয়।

43) বিশ্বের কোন কোন দেশে বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হয়?
* Answer :-UN স্বীকৃত 193 টি সদস্য দেশে বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হয়।

44) কেন বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হয়?
* Answer :-পৃথিবীর বিভিন্ন দূষণ সমস্যা থেকে পৃথিবীকে রক্ষা করে আগামী প্রজন্মের জন্য সুরক্ষিত করা।

45) বিশ্ব বই (পুস্তক) দিবস (World Book Day)কবে পালন করা হয়?
* Answer :-23 শে এপ্রিল।

46) কে কবে বিশ্ব পুস্তক দিবস পালন শুরু করেন?
* Answer :- 1995 খ্রিস্টাব্দে ইউনেস্কো (UNESCO) দ্বারা ।

47) কার জন্মদিনে বিশ্ব পুস্তক দিবস পালন করা হয়?
* Answer :-উইলিয়াম শেক্সপিয়ার।

48) বিশ্ব ম্যালেরিয়া দিবস (World Malaria Day) কবে পালন করা হয়?
* Answer :-25 শে এপ্রিল।

49) কার দ্বারা কবে থেকে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করার জন্য ঘোষণা করা হয়?
* Answer :- WHO দ্বারা 2007 থেকে। প্রথম পালন 2008 সালে।

50) আন্তর্জাতিক নিত্য দিবস (International Dance Day) কবে পালন করা হয়?
* Answer :-29 শে এপ্রিল।1982 খ্রিস্টাব্দ থেকে পালিত হয়ে আসছে। 

এই পাঠের 50 টি প্রশ্ন ও উত্তরের ভিডিও(VIDEO) নিচে দেওয়া হল –

আজ কয়েকটি বাছাই করে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী সময়ে অন্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে । প্রশ্ন ও উত্তর গুলি কেমন হয়েছে তা কমেন্টে বা  মেল করে জানাবেন। এই প্রকার আরো অনেক প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য ওয়েবসাইটে ভিজিট করুন । Thank you, Visit Again .বেঙ্গল এজুকেশন গাইড .

              সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি  প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয়  ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।

            প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
                      এই  অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি  পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
        সুতরাং , আপনি  সময় নিয়ে এই অধ্যায়ের  ’50 টি প্রশ্ন ও উত্তর’  নিখুঁত  ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।

             pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

FILE DETAILS
Type – Typewriting
Language – Bengali
Pages – 04
Copy type – PDF
File Size – <1 mb
Total Questions and Answers – 50
Download link below –Download Now-গুরুত্বপূর্ণ দিবস এবং তার ইতিহাসমার্চ ও এপ্রিল

  • বেঙ্গল এজুকেশন গাইডের নিজস্ব ইউটিউব চ্যানেল – BENGAL EDUCATION GUIDE

Leave a Comment

error: Content is protected !!