কোষ ও কলা-Cell and Tissue

আজ জীবন বিজ্ঞনের কোষ ও কলা’ (Cell and Tissue) অধ্যায় থেকে 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হল –

 

1) কোষ/কোশ (Cell) কে কবে  আবিষ্কার করেন ?

* উত্তর :- 1665 সালে বিজ্ঞানী রবার্ট হুক।

2) ক্ষুদ্রতম কোশের আকার কত ?
* উত্তর :- 0.1 মাইক্রন।

3) কোশের গড় আকার কত ?
* উত্তর :- 3 – 30 মাইক্রন পর্যন্ত ।

4) কোষ (কোশ) কথাটি কি ভাবে এসেছে ?
* উত্তর :- কোশ বা ‘Cell’ কথাটি লাতিন শব্দ ‘Cellula’ থেকে এসেছে ।

5) জীবদেহের ‘গঠনগত ও কার্যর্গত’ একককে কি বলা হয় ?
* উত্তর :- কোষ (Cell) ।

6) কোষ প্রাচীর কোথায় দেখা যায় ?
*  উত্তর :- উদ্ভিদকোশে ।

7) কোষ প্রাচীর কে আবিষ্কার করেন ?
*  উত্তর :- বিজ্ঞানী রবার্টসন ।

8) কোষকে আকার প্রদান ও রক্ষা কে করে?
*  উত্তর :- কোশপর্দা ।

9) কোষপর্দা কে আবিষ্কার করেন ?
* উত্তর :- বিজ্ঞানী স্বোয়ান (1838 সালে)।

10) কোষ কয় প্রকার ও কি কি ?
* উত্তর :-  নিউক্লিয়াসের উপর ভিত্তি করে তিন প্রকার, যেমন – A)  প্রোক্যারিওটিক,  B) মেসোক্যারিওটিক  এবং C)  ইউক্যারিওটিক।

11) মানবদেহে কত প্রকারের কোষ দেখা যায় ?
* উত্তর :-  প্রায় 260 ধরনের কোষ দেখা যায় ।

12) কোষের মস্তিষ্ক কাকে বলে ?
* উত্তর :- নিউক্লিয়াসকে ।

13) ‘নিউক্লিয়াস’ নাম করন কে করেন ?
* উত্তর :- রবার্ট ব্রাউন।

14) কোষের ‘শক্তিঘর’ কাকে বলে ?
* উত্তর :- মাইটোকনড্রিয়াকে ।

15) কোষে ATP কোথায়  উৎপন্ন হয় ?
* উত্তর :- মাইটোকনড্রিয়ায় ।

16)  মাইটোকনড্রিয়া  কে আবিষ্কার করেন ?
* উত্তর :- বিজ্ঞানী ক্যালকার ।

17) প্লাস্টিড কে আবিষ্কার করেন ?
* উত্তর :- বিজ্ঞানী ই. হেকেল।

18) ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে ?
* উত্তর :- উদ্ভিদ কোশে।

19) ক্লোরোপ্লাস্টের কাজ কি ?
* উত্তর :- সালোকসংশ্লেষ প্রক্রিয়াকে নিয়ন্ত্রন করে।

20) ‘আত্মঘাতী থলি’ কাকে বলা হয় ?
* উত্তর :- লাইসোজোমকে ।

21) কোষের ‘প্রোটিন ফ্যাক্টরী’ কাকে বলা হয় ?
* উত্তর :- রাইবোজোমকে।

22) কোষতত্ত্বের প্রবক্তা কাদের বলা হয় ?
* উত্তর :- বিজ্ঞানী স্নেইডেন ও সোয়ানকে ।

23) মানুষের কোন কোষের জীবনকাল সব থেকে বেশি ?
* উত্তর :- স্মৃতিকোষ (Memory Cell) ।

24) কাকে অকোষীয় বলা হয় ?
* উত্তর :- ভাইরাসকে ।

25) RNA কোথায় বেশি পরিমানে পাওয়া যায় ?
* উত্তর :- সাইটোপ্লাজমে।

26) কলা (Tissue) শব্দটি প্রথম কে  ব্যবহার করেন ?
* উত্তর:- বিজ্ঞানী বিচাট।

27) জীবদেহের কোষ সমষ্টি কি বলা হয় ?
* উত্তর :- কলা বা টিস্যু।

28) বিজ্ঞানের যে শাখায়  কলা নিয়ে গভীরে পাঠ করা হয় তাকে কি বলা হয়?
* উত্তর :-  হিস্টোলজি ( Histology )।

29) প্রস্তর কোষ বা স্টোন সেল কোন ফলে দেখা যায় ?
* উত্তর :- পেয়ারা, আপেল ও নাসপতি ফলে ।

30) বিভাজনে সক্ষম কোষগুলিকে কি বলা হয় ?
* উত্তর :- ভাজক কলা। এদের জীবিত কলাও বলা হয় ।

31) যে কোষগুলি বিভাজনে অক্ষম তাদের কি বলা হয় ?
* উত্তর :- স্থায়ী কলা। এদের মৃত কলাও বলা হয় ।

32) একটি ভাজক কলার উদাহরণ দাও ?
* উত্তর :- ভ্রনজ কলা।

33) জাইলেম ও ফ্লোয়েম কি প্রকৃতির কলা ?
* উত্তর :- স্থায়ী কলা বা মৃতকলা।

34) উদ্ভিদের জল সংবহনতন্ত্র হিসেবে কাজ করে কোন কলা ?
* উত্তর :- জাইলেম কলা ।

35) উদ্ভিদের যে জটিল প্রক্রিয়ায় খাদ্য সংবহনতন্ত্র রুপে কাজ করে তাকে কি বলা হয় ?
* উত্তর :- ফ্লোয়েম কলা।

36) উদ্ভিদের কয়েকটি ক্ষরিত কলার উদাহরণ কি কি ?
* উত্তর :- গঁদ, রজন, তেল প্রভৃতি ।

37) প্রধানত প্রানীকলা কয় প্রকার ও কি কি ?
* উত্তর :- পাঁচ প্রকার , – A) আবরণী কলা, B) যোগকলা, C) পেশীকলা, D) স্নায়ুকলা ও E) ক্ষরণকলা।

38) আবরণী কলা কোথায় দেখা যায় ?
* উত্তর :- দেহত্বকে।

39) তরল যোগকলা কাকে বলা হয় ?
* উত্তর :- রক্তকে।

40) পেশীকলার প্রধান কাজ কি ?
* উত্তর :- দেহের কাঠামো প্রদান করা।

41) জীবদেহে কোন কলা বিভাজিত হয়না ?
* উত্তর :- স্নায়ুকলা (যেমন- সুষুম্না কান্ড )।

42) ক্ষরণকারী কলা থেকে প্রধানত কি কি ক্ষরিত হয় ?
* উত্তর :- হরমোন ও উৎসেচক ।

43) অস্থিকলায় কোন উপাদান বেশী পাওয়া যায় ?
* উত্তর :- ক্যালসিয়াম ফসফেট।

44) অকঠিন আবরণী কলা কোথায় দেখা যায় ?
* উত্তর :- হাত ও পায়ের তালুতে।

45) কাষ্ঠল তন্তু কাকে বলা হয় ?
* উত্তর :- স্ক্লেরেনকাইমাকে ।

46) প্রাথমিক ভাজক কলা কাকে বলা হয় ?
* উত্তর :- আদি ভাজক কলা থেকে যে ভাজক কলা সৃষ্টি হয়,তাকে প্রাথমিক ভাজক কলা বলে।

47) কোন কলায় রক্তপ্রবাহ হয় না ?
* উত্তর :- আবরণী কলায়।

48) ভাজক কলা থেকে স্থায়ী কলা সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়?
* উত্তর :- ডিফারেনসিয়েশন ।

49) কঠিন আবরণী কলা কোথায় দেখা যায় ?
* উত্তর :- নখ, চুল, শিং প্রভৃতি।

50) তরুনাস্থিকলা কোথায় দেখা যায় ?
* উত্তর :- কান ও নাখের বহিঃঅংশ ।

THE END

 

FAQ

গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন,
বাংলা gk প্রশ্ন উত্তর,
উত্তর সহ 50 জিকে প্রশ্ন,
বাংলা gk প্রশ্ন উত্তর mcq,
বাংলা gk প্রশ্ন উত্তর ছোটদের,
বাংলা gk প্রশ্ন উত্তর বড়দের,
জিকে সাধারণ জ্ঞান,
ছোটদের কুইজ প্রশ্ন ও উত্তর pdf,
বড়দের কুইজ প্রশ্ন ও উত্তর pdf,
Gk bengali with answers,
বাংলা gk প্রশ্ন উত্তর,
Gk bengali pdf,
Gk bengali 2024,
Gk questions in bengali,
বাংলা জিকে pdf,
ভারতের জেনারেল নলেজ,

Answer:-

সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি  প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয়  ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।    

সর্ব শেষে , আপনার পরীক্ষা প্রস্তুতি কেমন হয়েছে তা যাচাই করার জন্য  ONLINE EXAM TEST  দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি । ধন্যবাদ।

কোষ ও কলা - Cell and Tissue

কোষ ও কলা-Cell and Tissue-1

25 টি প্রশ্ন নিয়ে ONLINE EXAM TEST

1 / 25

1. কোষে ATP কোথায়  উৎপন্ন হয় ?

2 / 25

2. মাইটোকনড্রিয়া  কে আবিষ্কার করেন ?

3 / 25

3. কোষ (কোশ) কথাটি কি ভাবে এসেছে ?

4 / 25

4. RNA কোথায় বেশি পরিমানে পাওয়া যায় ?

5 / 25

5. প্লাস্টিড কে আবিষ্কার করেন ?

6 / 25

6. কোষ প্রাচীর কোথায় দেখা যায় ?

7 / 25

7. ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে ?

8 / 25

8. কোষপর্দা কে আবিষ্কার করেন ?

9 / 25

9. কোষ কয় প্রকার ও কি কি ?

10 / 25

10. কোষ প্রাচীর কে আবিষ্কার করেন ?

11 / 25

11. কোষকে আকার প্রদান ও রক্ষা কে করে ?

12 / 25

12. মানুষের কোন কোষের জীবনকাল সব থেকে বেশি ?

13 / 25

13. ক্ষুদ্রতম কোশের আকার কত ?

14 / 25

14. কোষ/কোশ (Cell) কে কবে  আবিষ্কার করেন ?

15 / 25

15. কাকে অকোষীয় বলা হয় ?

16 / 25

16. কোষের মস্তিষ্ক কাকে বলে ?

17 / 25

17. কোষের 'প্রোটিন ফ্যাক্টরী' কাকে বলা হয় ?

18 / 25

18. মানবদেহে কত প্রকারের কোষ দেখা যায় ?

19 / 25

19. 'নিউক্লিয়াস' নাম করন কে করেন ?

20 / 25

20. কোশের গড় আকার কত ?

21 / 25

21. জীবদেহের 'গঠনগত ও কার্যর্গত' একককে কি বলা হয় ?

22 / 25

22. ক্লোরোপ্লাস্টের কাজ কি ?

23 / 25

23. কোষতত্ত্বের প্রবক্তা কাদের বলা হয় ?

24 / 25

24. 'আত্মঘাতী থলি' কাকে বলা হয় ?

25 / 25

25. কোষের 'শক্তিঘর' কাকে বলে ?

Your score is

The average score is 79%

0%

কোষ ও কলা - Cell and Tissue

কোষ ও কলা-Cell and Tissue-2

25 টি প্রশ্ন নিয়ে ONLINE EXAM TEST

1 / 25

1. উদ্ভিদের জল সংবহনতন্ত্র হিসেবে কাজ করে কোন কলা ?

2 / 25

2. বিভাজনে সক্ষম কোষগুলিকে কি বলা হয় ?

3 / 25

3. জীবদেহে কোন কলা বিভাজিত হয়না ?

4 / 25

4. ক্ষরণকারী কলা থেকে প্রধানত কি কি ক্ষরিত হয় ?

5 / 25

5. একটি ভাজক কলার উদাহরণ দাও ?

6 / 25

6. প্রাথমিক ভাজক কলা কাকে বলা হয় ?

7 / 25

7. যে কোষগুলি বিভাজনে অক্ষম তাদের কি বলা হয় ?

8 / 25

8. কঠিন আবরণী কলা কোথায় দেখা যায় ?

9 / 25

9. ভাজক কলা থেকে স্থায়ী কলা সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয় ?

10 / 25

10. কাষ্ঠল তন্তু কাকে বলা হয় ?

11 / 25

11. অকঠিন আবরণী কলা কোথায় দেখা যায় ?

12 / 25

12. উদ্ভিদের যে জটিল প্রক্রিয়ায় খাদ্য সংবহনতন্ত্র রুপে কাজ করে তাকে কি বলা হয় ?

13 / 25

13. কলা (Tissue) শব্দটি প্রথম কে  ব্যবহার করেন ?

14 / 25

14. জাইলেম ও ফ্লোয়েম কি প্রকৃতির কলা ?

15 / 25

15. কোন কলায় রক্তপ্রবাহ হয় না ?

16 / 25

16. বিজ্ঞানের যে শাখায়  কলা নিয়ে গভীরে পাঠ করা হয় তাকে কি বলা হয় ?

17 / 25

17. উদ্ভিদের কয়েকটি ক্ষরিত কলার উদাহরণ কি কি ?

18 / 25

18. পেশীকলার প্রধান কাজ কি ?

19 / 25

19. তরুনাস্থিকলা কোথায় দেখা যায় ?

20 / 25

20. জীবদেহের কোষ সমষ্টি কি বলা হয় ?

21 / 25

21. প্রস্তর কোষ বা স্টোন সেল কোন ফলে দেখা যায় ?

22 / 25

22. আবরণী কলা কোথায় দেখা যায় ?

23 / 25

23. অস্থিকলায় কোন উপাদান বেশী পাওয়া যায় ?

24 / 25

24. তরল যোগকলা কাকে বলা হয় ?

25 / 25

25. প্রধানত প্রানীকলা কি কি ?

Your score is

The average score is 69%

0%

           হাতে লেখা pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

FILE DETAILS
Type – Handwriting
Language – Bengali
Pages – 04
Copy – Scan Copy
Copy type – PDF
File Size – 1 mb
File Name – DOWNLOAD NOW-কোষ ও কলা – Cell and Tissue pdf
Total Questions and Answers – 50
Download link below –

DOWNLOAD NOW-কোষ ও কলা – Cell and Tissue pdf

Leave a Comment

error: Content is protected !!