কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী 2024:Union Council of Ministers 2024

আজ “কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী 2024:Union Council of Ministers 2024” থেকে 50 টি প্রশ্ন ও উত্তর pdf সহ আলোচনা করা হল –

1) কবে নরেন্দ্র মোদি তৃতীয় বারের(3.0) জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন?
* Answer :-9 ই জুন 2024।

2) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শপথ বাক্য কে পাঠ করালেন?
* Answer :-রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

3) নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী পদ ছাড়াও কোন কোন গুরুত্বপূর্ণ দপ্তর গুলি নিজের কাছে রেখেছেন?
* Answer :- অনেকগুলি দপ্তর রয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো – এটোমিক শক্তি ও মহাকাশ দপ্তর প্রভৃতি।

4) নরেন্দ্র মোদির পুরো নাম কী?
*Answer :- নরেন্দ্র দামোদর দাস ভাই মোদি।

5) নরেন্দ্র মোদী কেবিনেট মন্ত্রীর বিস্তার কি অনুযায়ী করেছেন?
* Answer :-অধিকাংশই ক্যাবিনেট মন্ত্রী তার পূর্ববর্তী 2019 সালের কাজের অভিজ্ঞতার ও সাফল্যের ওপর ভিত্তি করেই নির্বাচন করেছেন।

6) 2024 সালে কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী মোট কতজন হলেন?
* Answer :-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ 31 জন।

7) 2024 সালে বর্তমান কেন্দ্রীয় ক্যাবিনেট কি প্রকৃতির হয়েছে?
* Answer :- প্রবীণ ব্যাক্তি বিশিষ্ট ক্যাবিনেট।

8) 2024 সালে রাজনাথ সিং কোন দপ্তরের কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী হয়েছে?
*Answer :-প্রতিরক্ষা দপ্তর।

9) 2024 সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী কে হলেন?
* Answer : -অমিত শাহ।

10) 2024 সালে কাকে আবার কেন্দ্রীয় সড়ক ও পরিবহন দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী করলেন?
* Answer :-নিতিন জয়রাম গড়করিকে।

11) 2024 সালে নিতিন জয়রাম গডকড়ি কে আবার কেন্দ্রীয় সড়ক পরিবহনের দপ্তর দেওয়া হয়েছে কেন?
* Answer :- সড়ক পথ নির্মাণের অভিজ্ঞতা ও সাফল্যের ওপর ভিত্তি করেই ।

12) 2024 সালে জগত প্রকাশ নাড্ডা কোন কোন দপ্তরের কেবিনেট মন্ত্রী হয়েছেন?
* Answer :- A) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং B) রাসায়নিক ও সার দপ্তর।

13) 2024 সালে কৃষি ও কৃষক কল্যাণ উন্নয়ন দপ্তরের কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী কে হয়েছেন?
* Answer :-শিবরাজ সিং চৌহান।

14)2024 সালে শিবরাজ সিং চৌহান কে অতিরিক্ত কোন কেন্দ্রীয় ক্যাবিনেট দপ্তর প্রদান করা হয়েছে?
* Answer :-গ্রামীন এলাকা উন্নয়ন দপ্তর।

15) 2024 সালে কেন্দ্রীয়  অর্থমন্ত্রী  আবার কাকে দেওয়া হল?
* Answer :- নির্মলা সীতারামান।

16) নির্মলা সীতারামান কে আর কোন অতিরিক্ত ক্যাবিনেট দপ্তর দেওয়া হয়েছে?
* Answer :-কর্পোরেট এফেয়ার।

17) 2024 সালে মনোহর লাল খট্টর মহাশয় কে কোন কোন কেন্দ্রীয় ক্যাবিনেটের দপ্তর দেওয়া হয়েছে?
* Answer :- A) বসতি ও শহরাঞ্চল উন্নয়ন দপ্তর এবং B) কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী।

18) 2024 সালে এইচ ডি কুমার স্বামীকে কোন কেন্দ্রীয় ক্যাবিনেট দপ্তরের মন্ত্রী করা হয়েছে?
* Answer :-স্টিল এবং ভারী শিল্প দপ্তর।

19) 2024 সালে বাণিজ্য এবং শিল্প দপ্তরের কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী কে হলেন?
* Answer :- পীযূষ গোয়েল।

20) 2024 সালে ভারত সরকারের কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী কে হলেন?
* Answer:-ধর্মেন্দ্র প্রধান।

21) Micro,Small and Medium (ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প) এন্টারপ্রাইজের কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী কে হলেন?
* Answer :-জিতেন রাম মাঝি।

22) 2024 সালে কেন্দ্রীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থার ক্যাবিনেট মন্ত্রী কে হলেন?
* Answer :-রাজীব রঞ্জন সিংহ।

23) 2024 সালে বেসামরিক বিমান চলাচল দপ্তরের কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী কে হলেন?
* Answer :- কে রামমোহন নাইডু।

24) 2024 সালে উপজাতি (আদিবাসী) বিষয়ক কেন্দ্রীয় কেবিনেট মন্ত্রী কে হয়েছেন?
* Answer :- জুয়াল ওরাম।

25) 2024 সালে কেন্দ্রীয় ক্যাবিনেটে বস্ত্র মন্ত্রী কে হলেন?
* Answer :-গিরিরাজ সিং।

26) 2024 সালে মহিলা ও শিশু  উন্নয়ন দপ্তরের কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী কে হলেন?
* Answer :-অন্নপূর্ণা দেবী।

27) 2024 সালে কেন্দ্রীয় রেলমন্ত্রী কে হলেন?
* Answer :-অশ্বিনী বৈষ্ণব।

28)2024 সালে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী কে হলেন?
* Answer :-ডাঃ মনসুখ মান্ডাভিয়া।

29) 2024 সালে জলশক্তি মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কেবিনেট মন্ত্রী কে হলেন?
* Answer :- সি আর পাতিল।

30) 2024 সালের সংস্কৃতি ও পর্যটন দপ্তরের কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী কে হলেন?
* Answer :- গজেন্দ্র সিং সেখাওয়াত।

31) 2024 সালে সংসদীয় এবং সংখ্যালঘু বিষয়ক কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী কে হলেন?
* Answer :-কিরণ রিজিজু।

32) ডাঃ মনসুখ মান্ডাভিয়াকে অতিরিক্ত কোন কেন্দ্রীয় ক্যাবিনেট দপ্তর দেওয়া হয়েছে?
* Answer :-যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তর।

33) 2024 সালের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়নের কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রীকে হয়েছেন?
* Answer :-ডক্টর বীরেন্দ্র কুমার।

34) 2024 সালের বন্দর, শিপিং ও জলপথের কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী কে হলেন?
* Answer :- অসমের সর্বানন্দ সোনোয়াল।

35) অশ্বিনী বৈষ্ণবকে আর কোন কোন কেন্দ্রীয় দপ্তর দেওয়া হয়েছে?
* Answer :-তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি।

36) 2024 সালে খাদ্য প্রক্রিয়াকরণের কেন্দ্র ক্যাবিনেট মন্ত্রী কে হলেন?
* Answer :-চিরাগ পাশওয়ান ।

37) 2024 সালে কয়লা ও খনিজ দপ্তরের কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী কে হলেন?
* Answer :- জি  কিষান রেড্ডি।

38) 2024 সালে ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী কে হলেন?
* Answer :- প্রহ্লাদ জোশি।

39) 2024 সালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক কেন্দ্রের ক্যাবিনে মন্ত্রী কাকে নিয়োগ করা হয়েছে?
* Answer :-ভূপেন্দ্র যাদব।

40) 2024 সালে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী কে নিয়োগ হলেন?
* Answer :- হরদীপ সিং পুরী।

41)2024 সালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী (বিদেশ মন্ত্রী) দপ্তরের কেন্দ্রীয় কেবিনেট মন্ত্রী আবার কাকে দেওয়া হল?
* Answer :-ডাঃ সুব্রহ্মণ্যম জয়শঙ্কর।

42) 2024 সালে স্বাধীন দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী কতজন নিয়োগ হলেন?
*Answer :-পাঁচ(5) জন।

43) 2024 সালে রাজ্যে  প্রতিমন্ত্রী কতজন নিয়োগ হলেন?
* Answer :-36 জন।

44)2024 সালে মোট কতজন কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী নিয়োগ হয়েছে?
* Answer :-30 জন।

45) 2024 সালে মোট কতজন ভারতের ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার নিয়োগ হলেন?
* Answer :- 71 জন।

46) কে কে স্বাধীন দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেব নিয়োগ হলেন?
* Answer :-রাও ইন্দ্রজিৎ সিং, ডক্টর জিতেন্দ্র সিং, অর্জুন রাম মেঘওয়াল, জে পি গণপতরাও এবং জয়ন্ত চৌধুরী।

47)2024 সালে পশ্চিমবঙ্গ থেকে কতজন  কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেব নিয়োগ হলেন?
* Answer :-2 জন

48) পশ্চিমবঙ্গ থেকে কে কে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন?
* Answer :-সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর।

49) সুকান্ত মজুমদার কোন দপ্তরের রাজ্য প্রতিমন্ত্রী হয়েছেন?
* Answer :-শিক্ষা এবং উত্তর-পূর্ব ভারতের উন্নয়ন বিষয়ক দপ্তর।

50) শান্তনু ঠাকুর কোন দপ্তরের রাজ্য প্রতিমন্ত্রী হয়েছেন?
* Answer :-বন্দর, শিপিং ও জলপথের বিষয়ক দপ্তর। 

এই পাঠের 50 টি প্রশ্ন ও উত্তরের ভিডিও(VIDEO) নিচে দেওয়া হল –

আজ কয়েকটি বাছাই করে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী সময়ে অন্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে । প্রশ্ন ও উত্তর গুলি কেমন হয়েছে তা কমেন্টে বা  মেল করে জানাবেন। এই প্রকার আরো অনেক প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য ওয়েবসাইটে ভিজিট করুন । Thank you, Visit Again .বেঙ্গল এজুকেশন গাইড .

              সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি  প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয়  ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।

            প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
                      এই  অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি  পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
        সুতরাং , আপনি  সময় নিয়ে এই অধ্যায়ের  ’50 টি প্রশ্ন ও উত্তর’  নিখুঁত  ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।

             pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

FILE DETAILS
Type – Typewriting
Language – Bengali
Pages – 04
Copy type – PDF
File Size – <1 mb
Total Questions and Answers – 50
Download link below –Download Now-কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী 2024Union Council of Ministers 2024

       # এই প্রতিবেদনের উৎস হল – Cabinet Minister 2024pdf

  • বেঙ্গল এজুকেশন গাইডের নিজস্ব ইউটিউব চ্যানেল – BENGAL EDUCATION GUIDE

 

 

Leave a Comment

error: Content is protected !!