ইতিহাসের ধরনা – সূচনার ইতিহাস

আজ ‘ ইতিহাসের ধরনা – সূচনার ইতিহাস ‘ নিয়ে 50 টি প্রশ্ন ও উত্তর pdf সহ আলোচনা করা হল –

 

1) ইতিহাস (History) শব্দটি কি ভাবে উৎপত্তি লাভ করেছে ?
* Answer :- ল্যাটিন শব্দ ‘Histore’ এবং গ্রিক শব্দ ‘Histoia’ থেকে ।

2) ইতিহাসের জনক কাকে বলা হয় ?
* Answer :- গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসকে ।

3) ‘ইতিহাস’ বলতে কি বুঝায় ?
* Answer :- পুরোনো দিনের কথা।

4) আধুনিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয় ?
* Answer :- লিওপোন্ড ভন রাঙ্কেকে ।

5) বিজ্ঞনসম্মত ইতিহাস চর্চার জনক কাকে বলা হয় ?
* Answer :-  গ্রিক ঐতিহাসিক থুকিডিডিসকে।

6) ভারত বর্ষের কয়েকটি বিখ্যাত ঐতিহাসিকের নাম কি ?
* Answer :- রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার,  ড. তারাচাঁদ,রণজিৎ গুহ , গৌতম ভদ্র প্রভৃতি।

7) ভারতের ‘নিম্নবর্গের ইতিহাসের জনক’ কাকে বলা হয় ?
* Answer :- রণজিৎ গুহকে।

8) ‘হিন্দুস্থানের তোতাপাখি’ কাকে বলা হয় ?
* Answer :- আমির খুসরুকে।

9) ‘ভারতের প্রথম লিখিত ইতিহাস’ গ্রন্থ কোনটি ?
* Answer :- কোলহনের ” রাজতরঙ্গিনী” ।

10) খেলার ইতিহাস চর্চা কোথায় শুরু হয় ?
*Answer :- ইউরোপে।

11) বিশ্ব খেলার ইতিহাসে প্রাচীনতম খেলার নাম কি ?
* Answer :- মানাকালা ।

12) ফুটবল ও ক্রিকেট খেলা কোন দেশে প্রথম শুরু হয় ?
* Answer :- ইংল্যান্ডে (UK) ।

13) ভারতে কবে কোথায় প্রথম ক্রিকেট খেলা হয় ?
* Answer :- 1721 খ্রিস্টাব্দে গুজরাটের কাম্বে শহরে ।

14) ভারতে কারা প্রথম ক্রিকেট খেলা শুরু করেন ?
* Answer :- ইংরেজ বণিকরা ।

15) ভারত ক্রিকেটে প্রথম বিশ্বকাপ জয় কবে করেছিল ?
* Answer  :-1983 খ্রিস্টাব্দে ।

16) ভারতে ফুটবল খেলা কারা শুরু করেন ?
* Answer :- ইংরেজ বণিকরা।

17) ফুটবল খেলায় মোহনবাগান ক্লাব IFA শিল্ড কবে জয় করেন ?
* Answer :- 1911 খ্রিস্টাব্দে ।

18) অলিম্পিক খেলা কবে কোথায় শুরু হয় ?
* Answer :- 776 খ্রিস্টাব্দে প্রাচীন গ্রিসে।

19) ভারতের কোন শহরে প্রথম হকি খেলা অনুষ্ঠিত হয় ?
* Answer :- কলকাতা শহরে ।

20)  ভারতের জাতীয় খেলার নাম কি ?
* Answer :- হকি (1996 খ্রিস্টাব্দ থেকে) ।

21) অলিম্পিকে ভারত কত বার সোনা জয় করে ছিল  ?
* Answer :- আট বার ( 1928 সালে শুরু এবং সর্বশেষ 1980 খ্রিস্টাব্দে ) ।

22) সোনা জয় সহ হকিতে অসাধারণ অবদানের জন্য কাকে ‘হকির জাদুকর ‘ বলা হয় ?
* Answer :- ধ্যানচাঁদ কে।

23) বিশ্বে কোথায় প্রথম চলচ্চিত্র(সিনেমা) শুরু হয় ?
* Answer :- ফ্রান্সের প্যারিস শহরে 1895 খ্রিস্টাব্দে ।

24) ভারতে কবে কার হাত ধরে প্রথম সিনেমা শুরু হয় ?
* Answer :- কলকাতায় 1896-1898 খ্রিস্টাব্দে হীরালাল সেনের হাত ধরে।

25) ভারতের প্রথম চলচ্চিত্রের (সিনেমার) নাম কি ?
* Answer :- দাদাসাহেব ফালকের ‘রাজা হরিশ্চন্দ্র ‘
, এটি নির্বাক চলচ্চিত্র।

26) ‘রাজা হরিশ্চন্দ্র ‘ সিনেমাটি কবে কোথায় মুক্তি পায় ?
* Answer – 1913 খ্রিস্টাব্দে মুম্বাই শহরে।

27) ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয় ?
* Answer :- দাদাসাহেব ফালকে ।

28) প্রথম বাংলা সিনেমার নাম কি ?
* Answer :- বিল্বমঙ্গল (নির্বাক সিনেমা) ,1919 খ্রিস্টাব্দে মুক্তি লাভ।

29) ‘পথের পাঁচালী ‘ চলচ্চিত্র কে কবে নির্মাণ করেন ?
* Answer :- 1955 খ্রিস্টাব্দে সত্যজিৎ রায়।

30) অস্কার পুরস্কার কে পেয়ে ছিলেন ?
* Answer :- সত্যজিৎ রায় ( চলচ্চিত্রে আজীবন  অবদানের জন্য ) ।

31) ভারতের প্রথম রেলপথ কোনটি ?
*Answer :- মুম্বাই থেকে থানে (1853 খ্রিস্টাব্দে ) ।

32) ভারতীয় চিত্ররীতির জনক কাকে বলা হয় ?
* Answer :- অবনীন্দ্রনাথ ঠাকুরকে।

34) ভারতে জনগণনা প্রথম কবে শুরু হয় ?
* Answer :- 1972 খ্রিস্টাব্দে ।

35) ‘লক্ষীর ভান্ডার ‘ কে প্রথম গড়ে তোলেন ?
* Answer :- সরলাদেবী চৌধুরাণী।

36) ‘দাস ক্যাপিটাল ‘ কে রচনা করেন ?
*Answer :- কার্ল মার্কস।

37) ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি ?
* Answer :- আলম আরা ।

38) ভারতীয়রা আলুর ব্যবহার কাদের কাছ থেকে শিখেছিল ?
* Answer :- পর্তুগিজদের থেকে।

39)’ নিষিদ্ধ শহর ‘ কাকে বলা হয় ?
* Answer :- তিব্বতের লাসা শহরকে।

40) ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় আছে ?
* Answer :- ভারতের রাজধানী দিল্লিতে।

41) ইন্টারনেট কবে থেকে শুরু হয় ?
* Answer :- বিশ্বে 1983 খ্রিস্টাব্দে এবং ভারতে 1995 খ্রিস্টাব্দে ।

42) ই-মেইল কবে থেকে শুরু হয় ?
* Answer :- 1971 খ্রিস্টাব্দ থেকে ।

43) ‘জীবনের ঝরাপাতা ‘ কে রচনা করেন ?
* Answer :- সরলাদেবী চৌধুরাণী।

44) আত্মজীবনীমূলক গ্রন্থ’জীবনস্মৃতি ‘ কে রচনা করেন ?
* Answer :- রবীন্দ্রনাথ ঠাকুর।

45) পরিবেশ রক্ষামূলক চিপকো আন্দোলন কবে হয়ে ছিল ?
* Answer – 1973 খ্রিস্টাব্দে উত্তরাখণ্ডে ।

46) ভারতে প্রথম বিমান পরিষেবা কবে থেকে শুরু হয় ?
* Answer – 1911 খ্রিস্টাব্দে।

47) ভারতে প্রথম মোটর গাড়ি তৈরি কবে থেকে শুরু হয় ?
* Answer :- 1940 খ্রিস্টাব্দে ।

48) ভারতের উল্লেখযোগ্য ধ্রুপদি নিত্যের নাম গুলি কি কি ?
* Answer – ভারতনাট্যম ( তামিলনাড়ু ), কথাকলি ( কেরল ), কুচিপুড়ি ( অন্ধ্রপ্রদেশ ), কত্থক ( উত্তর প্রদেশ ) প্রভৃতি ।

49) ভারতে পোশাকের ইতিহাস চর্চা কবে থেকে শুরু হয় ?
* Answer :- 1950 খ্রিস্টাব্দ থেকে ।

50) জহরলাল নেহরু তাঁর কন্যা ইন্দিরা গান্ধীকে লেখা চিঠিপত্র গুলি গ্রন্থাকারে কবে কী নামে প্রকাশিত হয় ?
* Answer :- 1929 খ্রিস্টাব্দে ‘Letter from a Father to His Daughter ‘।

The End

             সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি  প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয়  ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।

প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
                      এই  অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি  পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
              সুতরাং , আপনি  সময় নিয়ে এই অধ্যায়ের  ’50 টি প্রশ্ন ও উত্তর’  নিখুঁত  ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।

             pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

FILE DETAILS
Type – Typewriting
Language – Bengali
Pages – 04
Copy type – PDF
File Size –<1 mb
File Name –ইতিহাসের ধরনা – সূচনার ইতিহাস  pdf
Total Questions and Answers – 50
Download link below –

Download Now-ইতিহাসের ধরনা – সূচনার ইতিহাস pdf

 

Leave a Comment

error: Content is protected !!