আজ “ইউরোপের ইতিহাস-ঊনবিংশ শতকের রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারা-History of Europe-Nineteenth Century Monarchical and Nationalist Ideologies“থেকে 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হল –
1) ভিয়েনা সম্মেলন কবে হয়েছিল ?
* উত্তর :- 1815 খ্রিস্টাব্দে।
2) ভিয়েনা কোন দেশের রাজধানী ?
* উত্তর :- অস্ট্রিয়ার রাজধানী ।
3) ভিয়েনা সম্মেলন কেন হয়েছিল ?
* উত্তর :- 1815 খ্রিস্টাব্দে নেপোলিয়ের পতনের পর ইউরোপে রাজতন্ত্র প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে ।
4) ভিয়েনা সম্মেলনের (1815) প্রধান দেশগুলির নাম কী ?
* উত্তর :- অস্ট্রিয়া, প্রাশিয়া, ইংল্যান্ড এবং রাশিয়া ।
5) ভিয়েনা সম্মেলনের গৃহীত প্রধান তিনটি নীতি গুলি কি কি ?
* উত্তর :- A) ন্যায্য অধিকার, B) ক্ষতিপূরণ
এবং C) শক্তির সমতা।
6) 1815 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী কে ছিলেন ?
* উত্তর :- প্রিন্স মেটারনিখ ।
7) ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন ?
* উত্তর :- অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ ।
8) ‘কার্লসবাড ডিক্রি’ কি ?
* উত্তর :- জার্মানির জাতীয়তাবাদী আন্দোলন দমনে মেটারনিখের কঠোর আদেশনামা (1819 খ্রিঃ)।
9) ‘বিপ্লব নগরী’ বা’ বিপ্লবের দেশ’ কাকে বলা হয় ?
* উত্তর :- ফ্রান্সকে ।
10) কেন ফ্রান্সকে বিপ্লবের দেশ বলা হয় ?
* উত্তর :- তিনটি বিপ্লব ফ্রান্সে ঘটেছিল, তাই ফ্রান্সকে বিপ্লবের দেশ বলা হয় । যেমন – A) ফরাসি বিপ্লব, B) জুলাই বিপ্লব ও C) ফ্রেব্রুয়ারি বিপ্লব।
11) ‘জুলাই বিপ্লব’ কবে হয়েছিল ?
* উত্তর :- 30 শে জুলাই 1830 খ্রিস্টাব্দে।
12) ‘ফ্রেব্রুয়ারি বিপ্লব’ কবে হয়েছিল?
* উত্তর :- 22-23 শে ফ্রেব্রুয়ারি 1848 খ্রিস্টাব্দে ।
13) 1848 খ্রিস্টাব্দের ‘ফ্রেব্রুযারি বিপ্লব’ কোন কোন নামে বিখ্যাত ?
* উত্তর :- ‘বিপ্লবের বছর’, ‘বুদ্ধিজীবীদের বিপ্লব’ এবং ‘প্রথম বিশ্ব বিপ্লব’ ।
14) কোন বিপ্লবে মেটারনিখের পতন হয় ?
* উত্তর :-1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবে ।
15) ‘ইয়াং ইটালি’ বা ‘নব্য ইতালি’ দল কে কবে প্রতিষ্ঠা করেন ?
* উত্তর :-1832 খ্রিস্টাব্দে জোসেফ ম্যাৎসিনি ।
16) জোশেফ গ্যারিবল্ডি কে ছিলেন ?
* উত্তর :- ইতালির জাতীয়তাবাদী নেতা, যিনি লাল-কোর্তা (Red Shirt) সেনাদল গঠন করেন।
17) ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট গঠনের উদ্দেশ্য কি ছিল ?
* উত্তর :- জার্মান প্রতিনিধিরা 18 ই মে 1848 খ্রিস্টাব্দে জার্মনির ফ্রাঙ্কফোট শহরে জার্মানিকে ঐক্যবদ্ধ করা ও সংবিধান রচনা করা।
18) অটোভন বিসমার্ক কে ছিলেন ?
* উত্তর :- প্রাশিয়ার প্রধানমন্ত্রী। তিনি ছিলেন এক জুঙ্কার পরিবারের সন্তান।
19) ‘রক্তও লৌহ নীতি’- এর প্রবক্তা কে ছিলেন ?
* উত্তর :- অটোভন বিসমার্ক।
20) জুঙ্কার কাদের বলা হত ?
* উত্তর :- প্রাশিয়ার বড় বড় জমিদারদের জুঙ্কার বলা হত।
21) ‘ সাধু দালাল ‘ কাকে বলা হয় ?
* উত্তর :- আটাভন বিসমার্ককে ।
22) কয়টি যুদ্ধের দ্বারা বিসমার্ক জার্মানিকে ঐক্যবদ্ধ করেন ?
* উত্তর :- তিনটি যুদ্ধের দ্বারা।
23) ‘কাইজার’ কাদের বলা হয় ?
* উত্তর :- জার্মানির সম্রাটদের বা রাজাদের।
24) ‘জার’ কাদের বলা হত ?
* উত্তর :- রাশিয়ার শাসক বা রাজাদের জার বলা হয় ।
25) ‘মির’ কি ?
* উত্তর :- রাশিয়ার গ্রামীন সমবায় সমিতি ।
26) ‘বরফমুক্ত জলনীতি’ কোন দেশ গ্রহন করেছিলেন ?
* উত্তর :- রাশিয়া। একে ‘উষ্ণ জলনীতি’ও বলা হয়।
27) ভূমিদাস প্রথার উচ্ছেদ কে করেছিলেন ?
* উত্তর :- রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার।
28) ‘ভূমিদাসদের মুক্তির ঘোষণাপত্র’ কবে আইনে পরিনত হয় ?
* উত্তর :-19 শে ফ্রেব্রুয়ারি 1861 খ্রিস্টাব্দে।
29) কাকে কেন মুক্তিদাতা জার বলা হয় ?
* উত্তর :- রাশিয়ার ভূমিদাসদের মুক্তি দান করার জন্য দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয় ।
30) ‘নাগরিক রাজা’ কাকে বলা হয় ?
* উত্তর :- ফ্রান্সের রাজা লুই ফিলিপকে ।
31) রাশিয়ার ধনী কৃষকদের কি বলা হত ?
* উত্তর :- কুলাক ।
32) ‘অটোমান সাম্রাজ্য’ কাকে বলা হত ?
* উত্তর :- তুরস্কের মুসলিম সাম্রাজ্যকে (1299-1922 খ্রিঃ) ।
33) ইউরোপের রুগ্ন মানুষের দেশ কাকে বলা হয় ?
* উত্তর :- তুরস্ককে।
34) ‘লেডি উইথ দ্য ল্যাম্প’ নামে কে পরিচিত ?
* উত্তর :-ফ্লোরেন্স নাইটিঙ্গেল।
35) কোন যুদ্ধকে ‘নিষ্ফলা যুদ্ধ’ বলা হয় ?
* উত্তর :- ক্রিমিয়ার যুদ্ধকে ।
36) কবে কাদের মধ্য ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল ?
* উত্তর :-1854 থেকে 1856 খ্রিস্টাব্দে, এক পক্ষে রাশিয়া এবং অন্য পক্ষে ইংল্যান্ড, ফ্রান্স ও প্রভৃতি দেশ ।
37) গ্রিকদেশের একটি গুপ্ত সমিতির নাম কি ?
* উত্তর :- হেটাইরিয়া ফিলিকে।
38) ‘মনরো নীতি ‘ কে ঘোষণা করেন ?
* উত্তর :- মার্কিন রাষ্ট্রপতি জেমস্ মনরো ।
39) 1830 খ্রিস্টাব্দে জুলাই মাসে কয়টি অর্ডিন্যান্স জারি করা হয় ?
* উত্তর :- 4 টি অর্ডিন্যান্স, যা ‘জুলাই অর্ডিন্যান্স’ নামে পরিচিত ।
40) প্যারিস শান্তিচুক্তি কবে হয়েছিল ?
* ফ্রান্সের প্যারিস শহরে 1856 খ্রিস্টাব্দে30 শে মার্চ ।
41) প্যারিস শান্তিচুক্তি কাদের মধ্যে হয়েছিল ?
* উত্তর :- রাশিয়া, তুরষ্ক, ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে।
42) বাস্তববাদী রাজনীতিবিদ কাকে বলা হত ?
* উত্তর :- অটোভন বিসমার্ককে ‘Real Politik’ বলা হত ।
43) বিগ ফোর (Big Four) কাদের বলা হত ?
* উত্তর :- অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া ও ইংল্যান্ডকে 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলনে ‘Big Four’ (বিগ ফোর) বলা হত /হয় ।
44) স্যাডোয়ার যুদ্ধ (Battle of Sadowa) কবে হয়ে ছিল ?
* উত্তর :– স্যাডোয়ার যুদ্ধ 1866 খ্রিস্টাব্দে হয়েছিল । একে ছয় সপ্তাহের যুদ্ধও বলা হয় ।
45) কাউন্ট ক্যাভুর কোন দেশের নেতা ছিলেন ?
* উত্তর :- ইতালির ঐক্য অন্দোলনের প্রধান নেতা ছিলেন ।
46) 1848 খ্রিস্টাব্দকে ‘জনতার যুগের সূচনা’ কে বলেছেন ?
* উত্তর :- ডেভিড টমসন।
47) 1830 খ্রিস্টাব্দের ‘জুলাই বিপ্লব’ কে কোন ভারতীয় মহান ব্যক্তি সমর্থন করেন ?
* উত্তর :- রাজা রামমোহন রায় ।
48) ‘নিষ্ঠুর পরিহাস’ কোন ঘটনাকে বলা হয় ?
* উত্তর :- রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার দ্বারা ভূমিদাস মুক্তির ঘোষনাপত্রকে অনেকে ‘নিষ্ঠুর পরিহাস’ বলে উল্লেখ করেন ।
(49) ইতালির একটি গুপ্ত সমিতির নাম কি ?
* উত্তর :- কার্বোনারি অথবা ফেডারিটি ।
50) 1848 খ্রীস্টাব্দে ফ্রেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন ?
* উত্তর :- লুই ফিলিপ ।
The End
সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয় ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।
প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
এই অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
সুতরাং , আপনি সময় নিয়ে এই অধ্যায়ের ’50 টি প্রশ্ন ও উত্তর’ নিখুঁত ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।
হাতে লেখা pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।
FILE DETAILS
Type – Handwriting
Language – Bengali
Pages – 05
Copy – Scan Copy
Copy type – PDF
File Size – 1 mb
File Name – ইউরোপের ইতিহাস-ঊনবিংশ শতকের রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারা
Total Questions and Answers – 50
Download link below –
Download Now-ইউরোপের ইতিহাস-ঊনবিংশ শতকের রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারা