আধুনিক জীবনে বিভিন্ন যন্ত্রের ব্যবহার

আজ “আধুনিক জীবনে বিভিন্ন যন্ত্রের ব্যবহার” থেকে 50 টি প্রশ্ন ও উত্তর pdf সহ আলোচনা করা হল –

1) বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কী?
* Answer :-ব্যারোমিটার।

2) শব্দের তীব্রতা মাপক যন্ত্রের নাম কী?
* Answer :-অডিওমিটার।

3) হৃদপিন্ডের হৃদস্পন্দন জানা যায় কোন যন্ত্রের সাহায্যে?
* Answer :-কার্ডিওগ্রাম।

4) সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম কী?
*Answer :- ফ্যাদোমিটার।

5) বায়ুর বেগ ও দিক মাপক যন্ত্রের নাম কী?
* Answer :- অ্যানিমোমিটার (Anemometer)।

6) বৃষ্টিপাত মাপক যন্ত্রের নাম কি?
* Answer :- রেন গজ (Rain Gauge)।

7) বিমানের সমস্ত কল রেকর্ড রাখা হয় কোন যন্ত্রে?
* Answer :- ব্ল্যাক বক্স (Black Box)।

8) রক্তের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
*Answer :-স্পিগমোম্যানোমিটার।

9) বায়ুর দিক নির্ণয় যন্ত্রের নাম কী ?
* Answer :-বাত পতাকা।

10) দুটি বস্তুর কৌণিক দূরত্ব মাপা যায় কোন যন্ত্রের সাহায্যে?
* Answer :-সেক্সট্যান্ট ।

11) দুধের ঘনত্ব মাপা যায় কোন যন্ত্রের সাহায্যে?
* Answer :-ল্যাক্টোমিটার।

12) চলমান বস্তুর গতি মাপক যন্ত্রের নাম কী?
* Answer :-স্পিডোমিটার।

13) বায়ুর আদ্রতা মাপক যন্ত্রের নাম কি?
* Answer :-হাইগ্রোমিটার।

14) ভূমিকম্পের প্রাবল্য মাপা যায় কোন যন্ত্রের সাহায্যে?
* Answer :-সিসমোগ্রাফ।

15) জলের লবণাক্ত মাপা যায় কোন যন্ত্রের সাহায্যে?
* Answer :-স্যালিনোমিটার।

16) উচ্চতা মাপক যন্ত্রের নাম কি?
* Answer :-অল্টিমিটার।

17) অল্টিমিটার কোথায় ব্যবহার করা হয়?
* Answer :-বিমানে।

18) মোটর-সাইকেল বা গাড়ির গতিবেগ  নির্ণয় করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়?
* Answer :-স্পিডোমিটার।

19) তাপমাত্রা মাপক যন্ত্রের নাম কী?
* Answer :- থার্মোমিটার।

20) জল জাহাজের সঠিক অবস্থান জানার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?
* Answer:-ক্রোনোমিটার।

21) দূরের জিনিস স্পষ্ট দেখার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?
* Answer :-দূরবীন।

22) জাহাজের গতিবেগ নির্ণয় যন্ত্রের নাম কী?
* Answer :- নট।

23) ক্রিকেটের বল ব্যাটে স্পর্শ করেছে কিনা কোন যন্ত্রের সাহায্যে জানা যায়?
* Answer :-স্কিনোমিটার।

24) কোন স্থানে গ্যাসের চাপ কত আছে তা নির্ণয় করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?
* Answer :- ম্যানোমিটার।

25) তাপ বিকিরণের পরিমাপ মাপা যায় কোন যন্ত্রের সাহায্যে?
* Answer :-রেডিও মাইক্রোমিটার।

26) আলোর তীব্রতা মাপক যন্ত্রের নাম কী?
* Answer :-ফটোমিটার।

27) পায়ে হাঁটা পথের দূরত্ব নির্ণয়কারী যন্ত্রের নাম কী?
* Answer :- পেডোমিটার।

28) কোন বস্তুর ঘূর্ণন  গতি মাপক  যন্ত্রের নাম কী?
* Answer :-ট্যাকোমিটার।

29) কোন যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ বাড়ানো যায়?
* Answer :- ট্রানসিস্টার।

30) শব্দের তীক্ষ্ণতা মাপক যন্ত্রের নাম কী?
* Answer :- টোনোমিটার।

31) শ্রবণের পার্থক্য মাপক যন্ত্রের নাম কী?
* Answer :-অডিওমিটার।

32) দ্রাঘিমা নির্ণয়কারী যন্ত্রের নাম কী?
* Answer :-ক্রোনোমিটার।

33) বৈদ্যুতিক কারেন্ট বা তরঙ্গ মাপক যন্ত্রের নাম কী?
* Answer :- গ্যালভানোমিটার।

34) কোন খেলা বা অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয় দূরদর্শনের মাধ্যমে কোন যন্ত্রের সাহায্যে?
* Answer :- টেলস্টার।

35) কোণ পরিমাপক যন্ত্রের নাম কী?
* Answer :- গোণিওমিটার।

36) হৃদপিণ্ড ও ফুসফুসের শব্দ গ্রহণ করার জন্য কোন যন্ত্র ব্যবহার?
* Answer :- স্টেথোস্কোপ।

37)স্টেথোস্কোপ যন্ত্র কোথায় কারা বেশি ব্যবহার করেন?
* Answer :-চিকিৎসার ক্ষেত্রে ডাক্তারবাবুরা।

38) ভূমিকম্পের মাত্রা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?
* Answer :-রিখটার স্কেল।

39) ভূমিকম্পের মাত্রা জানার জন্য আর কোন যন্ত্রের ব্যবহার করা হয়?
* Answer :-মার্কেল্লি স্কেল।

40) উদ্ভিদের বৃদ্ধি নির্ণয় কারী যন্ত্রের নাম কী?
* Answer :-ক্রেস্কোগ্রাফ।

41) দুটি বিন্দুর মধ্যে তড়িৎ পার্থক্য মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?
* Answer :-ভোল্টমিটার।

42) মহাকাশের গ্রহ নক্ষত্র খোঁজার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?
*Answer :-হাবল।

43) তাপ পরিমাপক যন্ত্রের নাম কি?
* Answer :-ক্যালোরিমিটার।

44) প্রতিসরাঙ্ক মাপক যন্ত্রের নাম কি?
* Answer :-রিফ্র্যাক্টোমিটার।

45) উচ্চ তাপমাত্রা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?
* Answer :-প্রাইরোমিটার।

46) কোন যন্ত্রের সাহায্যে শব্দ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে?
* Answer :-মাইক্রোফোন।

47) বস্তুর বক্রতল মাপতে কোন যন্ত্র ব্যবহার করা হয়?
* Answer :-স্ফেরোমিটার।

48) কোন দ্রবণের চিনির পরিমাণ মাপতে কোন যন্ত্র ব্যবহার করা হয়?
* Answer :-স্যাকরিমিটার।

49) শরীরের অভ্যন্তরে অর্থাৎ ভিতরে অঙ্গের পরীক্ষা করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়?
* Answer :-এনডোস্কোপ।

50)আনুভূমিক ও উলম্ব কোণের মান নির্ণয় করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?
* Answer :-থিওডোলাইট। 

এই পাঠের 50 টি প্রশ্ন ও উত্তরের ভিডিও(VIDEO) নিচে দেওয়া হল –

আজ কয়েকটি বাছাই করে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী সময়ে অন্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে । প্রশ্ন ও উত্তর গুলি কেমন হয়েছে তা কমেন্টে বা  মেল করে জানাবেন। এই প্রকার আরো অনেক প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য ওয়েবসাইটে ভিজিট করুন । Thank you, Visit Again .বেঙ্গল এজুকেশন গাইড .

              সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি  প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয়  ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।

            প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
                      এই  অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি  পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
        সুতরাং , আপনি  সময় নিয়ে এই অধ্যায়ের  ’50 টি প্রশ্ন ও উত্তর’  নিখুঁত  ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।

             pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

FILE DETAILS
Type – Typewriting
Language – Bengali
Pages – 04
Copy type – PDF
File Size – <1 mb
Total Questions and Answers – 50
Download link below –Download Now-আধুনিক জীবনে বিভিন্ন যন্ত্রের ব্যবহার

  • বেঙ্গল এজুকেশন গাইডের নিজস্ব ইউটিউব চ্যানেল – BENGAL EDUCATION GUIDE

 

 

Leave a Comment

error: Content is protected !!