আঠারো শতকে  ভরতের ইতিহাস-History of India in the Eighteenth Century

আজ ‘ আঠারো শতকে  ভরতের ইতিহাস-History of India in the Eighteenth Century ‘ নিয়ে 50 টি প্রশ্ন ও উত্তর আলোচনা করা হল –

1) পলাশির যুদ্ধ কবে হয়েছিল ?
* Answer:- 22 শে  জুন 1757 খ্রিস্টাব্দে ।

2) পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?
* Answer :- বাংলার নবাব সিরাজউদ্দৌলা সঙ্গে  ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি  রবার্ট ক্লাইভের ।

3) সিরাজউদ্দৌলা কবে বাংলার নবাব হয়ে ছিলেন ?
* Answer :- 9 ই এপ্রিল 1756 খ্রিষ্টাব্দে, তখন বাংলার যুবক নবাবের বয়স ছিল 24 বছর ।

4)  সিরাজউদ্দৌলার  মাতা ও পিতার নাম কী ছিল  ?
* Answer :- মাতা ছিলেন আমিনা বেগম ও পিতা ছিলেন জৈনুদ্দিন আহমদ খান ।

5) সিরাজউদ্দৌলার  স্ত্রীর নাম কী ছিল ?
* Answer :-সিরাজউদ্দৌলার স্ত্রী ছিলেন লুৎফুন্নিসা বেগম ।

6) সিরাজউদ্দৌলার মৃত্যু কবে হয়েছিল ?
* Answer :- 2 রা জুন , 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে পরাজয়ের পর  ।

7)  সিরাজউদ্দৌলার নিজের  চক্রান্তকারী মাসি কে ছিলেন ?
* Answer :- ঘোসিটি বেগম ।

8) লুৎফুন্নিসা বেগম কবে  মারা গেছেন ?
* Answer :- 1790 খ্রিষ্টাব্দে, সিরাজউদ্দৌলার কবরের পাশেই  সারা জীবন বহু কষ্টে কাটিয়েছেন।  অবশ্য রবার্ট ক্লাইভ তাঁর জন্য মাসিক প্রায় 600 টাকার অনুদান বা ভাতার ব্যবস্থা করে দেন।

9)  “আমি হাতির পিঠে চড়েছি, কী ভাবে গাধার পিঠে চড়বো ” – এই বিখ্যাত উক্তি কে বলেছেন ?
* Answer :-  সিরাজউদ্দৌলার মৃত্যুর  পর বাংলার পরবর্তী নবাবেরা লুৎফুন্নিসা বেগমকে বিয়ে করতে চাইলে  তিনি এই কথা বলেছেন ।

10) সিরাজউদ্দৌলার কন্যার নাম কী ?
* Answer : – কুদসিয়া বেগম সাহিবা ।

11) কে কবে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে নিয়ে আসেন  ?
* Answer :- মুর্শিদকুলি খাঁ , 1704 খ্রিস্টাব্দে ।

12) 1707 খ্রিস্টাব্দের ইতিহাসে  গুরুত্ব কী ?
* Answer :-  ওরঙ্গজেবের মৃত্যু, ভারতে মুসলিম শাসনের সমাপ্তির সূচনা এবং ভারতে ব্রিটিশ শাসনের  শুরুর সূচনা ।

13) মুর্শিদকুলি খাঁ কবে বাংলার সুবেদার নিযুক্ত হন ?
* Answer :-  1717 খ্রিস্টাব্দে ।

14) ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করেন  ? 
* Answer :- 1717 খ্রিস্টাব্দের ফারুকশিয়ার ফরমান দ্বারা ।

15) নাদির শাহ কবে ভরত আক্রমণ করে ?
* Answer  :- 1739 খ্রিস্টাব্দে।

16)  নাদির শাহ ভারত থেকে কী কী তার নিজ দেশ পারস্য নিয়ে যান ?
* Answer :- বহু  সম্পত্তি সহ কোহিনুর হিরা ও ময়ূর সিংহাসন ।

17)  নাদির শাহের সেনাপতি আহাম্মদ শাহ আবদালি ভারতে  কত বার আক্রমণ করেছিলেন ?
* Answer :-  সাতবার (1748 থেকে 1767 খ্রিস্টাব্দে ) ।

18) গিরিয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল ?
* Answer :-  1740 খ্রিস্টাব্দে আলিবর্দী খাঁ এবং সরফরাজ খানের মধ্যে ।

19) গ্রেগরিয়ান ক্যালেন্ডার কবে থেকে চালু/শুরু হয়  ?
* Answer :- 1752 খ্রিস্টাব্দে, ইংল্যান্ড সহ  ভারতে ।

20) আলিনগরের সন্ধি কবে হয়েছিল ?
* Answer :- 9 ই ফেব্রুয়ারি 1756 খ্রিস্টাব্দে ।

21) আলিনগরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল ?
* Answer :- ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভের সঙ্গে বাংলার নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ।

22)  ভারতে ব্যবসা করার জন্য ইংরেজ ও ওলন্দাজের মধ্যে কবে কোথায় যুদ্ধ হয়েছিল ?
* Answer :-  1759  খ্রিস্টাব্দে বিদারের যুদ্ধ । ওলন্দাজের পরাজয় ঘটে।

23) ভারতে ব্যবসা করার জন্য ইংরেজ ও ফরাসীদের মধ্যে কবে কোথায় নির্ণায়ক যুদ্ধ হয়েছিল ?
* Answer :-  1760  খ্রিস্টাব্দে  বন্দিবাসের যুদ্ধ ।

24) বন্দিবাসের যুদ্ধের  ফলাফল কী হয়েছিল  ?
* Answer :- ফরাসীদের পরাজয় এবং ভারত থেকে বিদায় ।

25) ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের বিরুদ্ধে কোথায় কি নামে প্রথম বিদ্রোহ শুরু হয়  ?
* Answer :- বাংলায়  , সন্ন্যাসী-ফকির বিদ্রোহ ।

         
26) সন্ন্যাসী – ফকির বিদ্রোহ কবে কারা শুরু করেন  ?
* Answer – 1760 খ্রিস্টাব্দে , ভবানী পাঠক, দেবী চৌধুরানী , মজনু শাহ, চিরাগ আলি প্রভৃতি নেতা ।

27)  পানিপথের তৃতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল ?
* Answer :- 1761 খ্রিস্টাব্দে , ইংরেজ ও আহমেদ শাহ আবদালির যৌথবাহিনীর সঙ্গে মারাঠা শক্তির ।

28)  কবে বক্সারের যুদ্ধ হয়েছিল ?
* Answer :- 22 অক্টোবর,1764 খ্রিস্টাব্দে ।

29)  কাদের মধ্যে  বক্সারের যুদ্ধ হয়েছিল ?
* Answer :- একপক্ষে বাংলার নবাব  মিরকাশিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং অন্য পক্ষে ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি  হেক্টর মুনরো ।

30) বক্সারের যুদ্ধে সেনা  কত ছিল ?
* Answer :- ভারতের তিন শক্তি যৌথ বাহিনী ছিল প্রায় 40,000 আর  ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনী ছিল 18,000 । তবুও ভারতের তিন শক্তির যৌথ-বাহিনী হেরে যায় ।

31) বক্সারের যুদ্ধের ফলাফল কী হয়েছিল ?
*Answer :- ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠা ।

32) বাংলার প্রথম গর্ভনর কে ছিলেন ?
* Answer :- লর্ড রবার্ট ক্লাইভ (1757 খ্রিস্টাব্দে ) ।

33) এলাহাবাদ চুক্তি কবে কাদের মধ্যে হয়  ?
* Answer :- 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভের সঙ্গে । এই চুক্তির মাধ্যমে বাংলা, বিহার ও উড়িষ্যার আইনি  দেওয়ানি লাভ করে ।

34)  প্রথম  ইঙ্গ-মহীশূর  যুদ্ধ  কবে কাদের মধ্যে হয়েছিল ?
* Answer :- 1767  খ্রিস্টাব্দে, হায়দার আলীর সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির (ইংরেজ ) ।

35) বাংলায়  ছিয়াত্তরের মন্বন্তর কবে কার আমলে হয় ?
* Answer :- 1770  খ্রিস্টাব্দে, জন কার্টিয়ারে শাসনকালে ( ১১৭৬ বঙ্গাব্দে ) ।

36) দ্বৈত শাসন ব্যবস্থা কে কবে চালু করেন ?
* Answer :- 1770  খ্রিস্টাব্দে, লর্ড  রবার্ট ক্লাইভ ।

37) বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় কবে স্থানান্তরিত করা হয়  ?
* Answer :- 1772 খ্রিস্টাব্দে ।

38)  ভারতের প্রথম গর্ভনর জেনারেল কে ছিলেন ?  
* Answer:- 1772 খ্রিস্টাব্দে, লর্ড ওয়ারেন হেস্টিংস ।

39) কে কবে পাঁচসালা বন্দোবস্ত চালু করেন ?
* Answer :-  1772 খ্রিস্টাব্দে, লর্ড ওয়ারেন হেস্টিংস ।

40) কে কবে রেগুলেটিং আইন পাস করেন ?
* Answer :- লর্ড ওয়ারেন হেস্টিংস, 1773 খ্রিস্টাব্দে ।

41) ভারতে কবে  কোথায় প্রথম সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় ?
* Answer :- 1774 খ্রিস্টাব্দে, কলকাতায় ।

42)  সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন ?
* Answer :- স্যার এলিজা এম্পে (1774 খ্রিস্টাব্দে ) ।

43) ব্রিটিশ সরকার কবে থেকে কলকাতাকে ভারতের রাজধানী হিসেবে ঘোষণা করেন  ?
* Answer :- 1772 খ্রিস্টাব্দে  ।

44) কে কবে ভারতে দেওয়ানি ও ফৌজদারি  আদালত তৈরী করেন  ?
* Answer :- 1772 খ্রিস্টাব্দে, লর্ড ওয়ারেন হেস্টিংস ।

45) প্রথম ইংরেজ-মারাঠা যুদ্ধ  কবে শুরু হয়েছিল ?
* Answer :-  1775 – 1782 খ্রিস্টাব্দ পর্যন্ত ।

46) কে কবে কোথায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ?
* Answer – 1784 খ্রিস্টাব্দে , স্যার  উইলিয়াম  জোন্স  কলকাতায় ।

47) চিরস্থায়ী বন্দোবস্ত কে কবে চালু করেন  ?
* Answer :- লর্ড কর্নওয়ালিশস ,1793  খ্রিস্টাব্দে ।

48) অধীনতামূলক মিত্রতা নীতি কে কবে চালু করেন  ?
* Answer :- লর্ড ওয়েলেসলি, 1798 খ্রিস্টাব্দে ।

49)  টিপু সুলতান কবে কোন যুদ্ধে মারা গেছেন ?
* Answer :-  1799  খ্রিস্টাব্দে, চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধে ।

50) বাংলায় চুয়ার বিদ্রোহ কবে কোথায় হয়েছিল  ?
* Answer :- 1799  খ্রিস্টাব্দে, মেদনীপুর শহরে ।

 
              Cont…..
আজ কয়েকটি বাছাই করে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরে আরো বিস্তারিত আলোচনা করা হবে ।

       প্রশ্ন ও উত্তর গুলি কেমন হয়েছে তা কমেন্টে করে জানাবেন। এই প্রকার আরো অনেক প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য ওয়েবসাইটে ভিজিট করুন।

           *Thank you, Visit Again* 

সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি  প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয়  ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।

            প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
                      এই  অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি  পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
              সুতরাং , আপনি  সময় নিয়ে এই অধ্যায়ের  ’50 টি প্রশ্ন ও উত্তর’  নিখুঁত  ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।

                   pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

FILE DETAILS
Type – Typewriting
Language – Bengali
Pages – 04
Copy type – PDF
File Size – <1 mb

Total Questions and Answers – 50
Download link below –

Download Now-আঠারো শতকে ভরতের ইতিহাস-History of India in the Eighteenth Century pdf

Leave a Comment

error: Content is protected !!