আজ “আঠারো শতকের ইউরোপের ইতিহাস:শিল্প বিপ্লব” থেকে 50 টি প্রশ্ন ও উত্তর pdf সহ আলোচনা করা হল –
1) শিল্প বিপ্লব কোন দেশে হয়েছিল?
* Answer :- শিল্প বিপ্লব ইংল্যান্ডে হয়েছিল (1760 খ্রিস্টাব্দে)।
2) কে কবে স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন?
* Answer :-1712 খ্রিস্টাব্দে টমাস নিউটন স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন।
3) শিল্প বিপ্লবের প্রথম পর্যায়ে কোন শিল্প বিকাশ লাভ করেছিল?
* Answer :- শিল্প বিপ্লবের প্রথম পর্যায়ে 1760 থেকে 1850 খ্রিস্টাব্দ পর্যন্ত বস্ত্রশিল্প বিস্তার লাভ করেছিল।
4) শিল্প বিপ্লবের দ্বিতীয় পর্যায়ে কোন শিল্প বিস্তার লাভ করেছিল?
*Answer :-শিল্প বিপ্লবের দ্বিতীয় পর্যায়ে 1830 থেকে 1900 খ্রিস্টাব্দে পর্যন্ত লৌহ ইস্পাত শিল্পের বিকাশ লাভ করেছিল।
5) কে কবে উন্নত স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন?
* Answer :-1769 খ্রিস্টাব্দে জেমস ওয়াট।
6) কে কবে স্টিম রেলইঞ্জিন আবিষ্কার করেন?
* Answer:-1814 খ্রিস্টাব্দে জর্জ স্টিফেনশন।
7) কে কবে টেলিগ্রাফ আবিষ্কার করেন?
* Answer :-স্যামুয়েল মোর্স 1844 খ্রিস্টাব্দে।
8) সেলাই মেশিন কে কবে আবিষ্কার করেন?
*Answer :-ইলিয়াস হোয়ের 1846 খ্রিস্টাব্দে সেলাই মেশিনের আবিষ্কার করেন।
9) টেলিফোন কে কবে আবিষ্কার করেন?
* Answer : -আলেকজান্ডার গ্রাহাম বেল 1876 খ্রিস্টাব্দে টেলিফোন আবিষ্কার করেন।
10) ইলেকট্রিক বাল্ব কে কবে আবিষ্কার করেছিলেন?
* Answer :- থমাস এলবা এডিশন 1879 খ্রিস্টাব্দে ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেন।
11) কোন প্রথাকে শিল্প বিপ্লবের আতুরঘর বলা হয়?
* Answer :- ফ্যাক্টরি প্রথাকে।
12) “বিশ্বের শিল্প কারখানা” কোন দেশকে বলা হত?
* Answer :-ইংল্যান্ডকে।
13) পিচ দিয়ে রাস্তা তৈরির পদ্ধতি কে কবে আবিষ্কার করেন?
* Answer :-1811 খ্রিস্টাব্দে জন মেকাডেম।
14) ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পর কোন কোন দেশে শিল্প বিপ্লব হয়েছিল?
* Answer :-ইংল্যান্ডে শিল্প বিপ্লবের পর পরবর্তী সময়ে ফ্রান্স,জার্মানি, হল্যান্ড ,বেলজিয়াম, রাশিয়া প্রভৃতি দেশে শিল্প বিপ্লব শুরু হয়।
15) “উড়ন্ত মাকু” কে কবে আবিষ্কার করেন?
* Answer :-জন কে” উড়ন্ত মাকু” আবিস্কার করেন।
16) কার্ল মার্কস কোন দেশের দার্শনিক ছিলেন?
* Answer :-কার্ল মার্কস জার্মানি দেশের দার্শনিক ছিলেন।
17)”ডাস ক্যাপিটাল” কে কবে রচনা করেন?
* Answer :-কার্ল মার্কস 1867 খ্রিস্টাব্দে।
18) “সমাজতন্ত্রবাদের বাইবেল” কাকে বলা হয়?
* Answer :-কার্ল মার্কস রচিত “ডাস ক্যাপিটাল”কে।
19) কে কবে “মুক্তদ্বার নীতি” ঘোষণা করেন?
* Answer :- আমেরিকার(USA ) সচিব জন হে 1899 খ্রিস্টাব্দে।
20) ইংল্যান্ডের পর কোন দেশে শিল্প বিপ্লব শুরু হয়েছিল?
* Answer:-ফ্রান্সে।
21) কোন মহাদেশকে “অন্ধকারাচ্ছন্ন মহাদেশ” বলা হত?
* Answer :-আফ্রিকা মহাদেশকে।
22) ফ্রান্সের শিল্প বিপ্লব কবে হয়েছিল?
* Answer :-1760-1800 খ্রিস্টাব্দ।
23) ফ্রান্সের শিল্প বিপ্লবের প্রকৃতি কেমন ছিল?
* Answer :-ফ্রান্সের শিল্পবিপ্লব ছিল দ্রুত গতিসম্পন্ন।
24) কোন রাজার আমলে ফ্রান্সের শিল্পবিপ্লব সূচনা হয়?
* Answer :-লুই ফিলিপের আমলে।
25) “জাতীয় কর্মশালা” বা “ন্যাশনাল ওয়ার্কশপ” কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?
* Answer :-ফ্রান্সে।
26) “প্যারি কমিউন” কবে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?
* Answer :-“প্যারি কমিউন” প্রতিষ্ঠিত হয়েছিল ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে 1871 খ্রিস্টাব্দে।
27) ইংল্যান্ডে কবে রেলপথ চালু হয়?
* Answer :-1830 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে রেলপথ চালু হয়।
28) ফ্রান্সে রেলপথ কবে চালু হয়েছিল?
* Answer :-1837খ্রিস্টাব্দে ফ্রান্সে রেলপথ চালু হয়েছিল।
29) সুয়েজ খালের খনন কবে শুরু হয়েছিল?
* Answer :-1859 খ্রিস্টাব্দে সুয়েজ খালের খনন শুরু হয়েছিল।
30) “জোলভেরাইন” কি?
* Answer :-“জোলভেরাইন” হল জার্মানির একটি শুল্ক সংঘ।
31) জার্মানির শিল্পবিপ্লব কবে শুরু হয়েছিল?
* Answer :-1850 থেকে 1873 খ্রিস্টাব্দে।
32) জার্মানির শিল্পকেন্দ্র কোথায় ছিল?
* Answer :-জার্মানির শিল্প কেন্দ্র ছিল বার্লিন শহরে।
33) ত্রিশক্তি চুক্তি কাদের মধ্যে কবে হয়েছিল?
* Answer :-জার্মানি,অস্ট্রিয়া এবং ইতালির মধ্যে 1882 খ্রিস্টাব্দে।
34) “মুক্ত দ্বার নীতি” কোন দেশের জন্য ঘোষণা করা হয়েছিল ?
* Answer :-চীন দেশের জন্য।
35) কবে কাদের মধ্যে “ত্রিশক্তি আঁতাত” গঠন করা হয়েছিল?
* Answer :- ফ্রান্স ,ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে 1907 সালে “ত্রিশক্তি আঁতাত” হয়েছিল।
36) “সেফটি ল্যাম্প” কে আবিষ্কার করেন?
* Answer :-হামফ্রে ডেভি।
37) ইংল্যান্ডে কোথায় বস্ত্রশিল্প কেন্দ্র গড়ে ওঠে?
* Answer :-ইংল্যান্ডের ম্যানচেস্টারে।
38) “লুডাইট দাঙ্গা” কি?
* Answer :-1811 থেকে 1817 খ্রিস্টাব্দে শ্রমিকরা ইংল্যান্ডের তাদের দুর্দশা থেকে মুক্তি লাভের জন্য কারখানার মেশিন গুলোকে ভাঙ্গা শুরু করেন, একে লুডাইট দাঙ্গা বলা হয়।
39) “রক্তাক্ত রবিবার”বলতে কি বুঝ?
* Answer :-1905 খ্রিস্টাব্দে রুশ-জাপানি যুদ্ধে রাশিয়া হেরে গেলে রাশিয়ার শ্রমিকরা 22 শে জানুয়ারি রবিবার শান্তিপূর্ণ মিছিল করলে তাদের উপর রাশিয়ার সেনারা হঠাৎ গুলি বর্ষণ করে। এতে বহু শ্রমিক আহত ও নিহত হয় যা ইতিহাসে “রক্তাক্ত রবিবার” নামে পরিচিত।
40) নানকিং সন্ধি কবে হয়েছিল?
* Answer :- প্রথম আফিংয়ের যুদ্ধের পর চীন ও ইংল্যান্ডের মধ্যে 1842 খ্রিস্টাব্দে।
41) “ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন” কোন দেশকে বলা হত?
* Answer :-ভারতকে।
42) প্রথম বলকান যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল?
*Answer :- 1912 খ্রিস্টাব্দে সার্বিয়া ও বুলগেরিয়ার সঙ্গে তুরস্কের।
43) ইউরোপের কোন দেশে সবথেকে শেষে শিল্পবিপ্লব হয়েছিল?
* Answer :-রাশিয়াতে।
44) রাশিয়ার “শিল্পবিপ্লবের অগ্রদূত” কাকে বলা হয়?
* Answer :-দ্বিতীয় আলেকজান্ডার কে।
45) প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল?
* Answer :-28 শে জুলাই 1914 খ্রিস্টাব্দে।
46) প্রথম বিশ্বযুদ্ধে প্রত্যক্ষ কারণ কী?
* Answer :-সেরাজেভো হত্যাকান্ড।
47)”সেরাজেভো হত্যাকান্ড” কী?
* Answer :-1914 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দ ও তাঁর স্ত্রী সোফিয়া বসনিয়া প্রদেশে বেড়াতে গেলে সেখানে আততায়ীর দ্বারা তাদের মৃত্যু হয়। এই ঘটনাকে সেরাজেভো হত্যাকান্ড বলা হয়।
48) প্রথম বিশ্বযুদ্ধের অপ্রত্যক্ষ কারণ কী?
* Answer :-ইউরোপীয় দেশগুলির ঔপনিবেশিক উচ্চাকাঙ্ক্ষা এবং বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতা।
49) কোন কোন দেশ মিলিত হয়ে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়?
* Answer :-সার্বিয়ার পক্ষ নেয় রাশিয়া,ইংল্যান্ড ও ফ্রান্স এবং অন্যদিকে অস্ট্রিয়ার পক্ষ নেয় জার্মানি ,তুরস্ক ও বুলগেরিয়া।
50) ইউরোপীয় যুদ্ধকে কেন বিশ্বযুদ্ধ বলা হয়?
* Answer :- প্রধানত যুদ্ধ ইউরোপে শুরু হলেও পরবর্তী সময়ে বিশ্বের বিভিন্ন দেশ জড়িয়ে পড়ে এবং বিশাল ভাবে ক্ষতিগ্রস্ত হয় । তাই এই যুদ্ধ “প্রথম বিশ্বযুদ্ধ “নামে পরিচিতি লাভ করে।
এই পাঠের 50 টি প্রশ্ন ও উত্তরের ভিডিও(VIDEO) নিচে দেওয়া হল –
আজ কয়েকটি বাছাই করে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী সময়ে অন্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে । প্রশ্ন ও উত্তর গুলি কেমন হয়েছে তা কমেন্টে বা মেল করে জানাবেন। এই প্রকার আরো অনেক প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য ওয়েবসাইটে ভিজিট করুন । Thank you, Visit Again .
সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয় ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।
প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
এই অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
সুতরাং , আপনি সময় নিয়ে এই অধ্যায়ের ’50 টি প্রশ্ন ও উত্তর’ নিখুঁত ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।
pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।
FILE DETAILS
Type – Typewriting
Language – Bengali
Pages – 04
Copy type – PDF
File Size – <1 mb
File Name –আঠারো শতকের ইউরোপের ইতিহাস:শিল্প বিপ্লব
Total Questions and Answers – 50
Download link below –Download Now-আঠারো শতকের ইউরোপের ইতিহাসশিল্প বিপ্লব pdf
- বেঙ্গল এজুকেশন গাইডের নিজস্ব ইউটিউব চ্যানেল – BENGAL EDUCATION GUIDE